নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এত বাজে ব্যাটিং! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খাঁ-খাঁ করা গ্যালারিতে যে অল্পসংখ্যক দর্শক এসেছেন, বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে তাঁরা চরম হতাশ। ভারত সফরের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে অলআউট হয়েছে ১০৬ রানে।
আর এতে নিজেদের মাঠে বিব্রতকর এক রেকর্ড সঙ্গী হলো বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন রান। এই মাঠ প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রানও বাংলাদেশের—গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ১৭২ রানে।
মিরপুর টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশের, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এ মাঠ দ্বিতীয় সর্বনিম্ন। মিরপুরে ঘূর্ণি উইকেট বানিয়ে এশিয়ার বাইরের দলগুলোর বিপক্ষে টেস্ট জেতার কৌশল বাংলাদেশের পুরোনো। আজ নিজেদের ফাঁদেই হাঁসফাঁস অবস্থা তাদের। যদিও প্রোটিয়া পেসাররাই বেশি সফল হয়েছে এ পিচে। আজ বাংলাদেশের ৬ উইকেটই দক্ষিণ আফ্রিকার দুই পেসারের দখলে, বাকি ৪ উইকেট নিয়েছেন তাদের দুই স্পিনার।
অবশ্য বাংলাদেশ বলতে পারে, টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এ রকম বাজে ব্যাটিংয়ের উদাহরণ এ বছরেই একাধিকবার ঘটেছে। এই তো কদিন আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট ভারত। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে অলআউট ৫৫ রানে। ঘরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলের যতই বাজে ব্যাটিং-প্রদর্শনী থাক, তাদের দ্রুত ঘরে দাঁড়ানোর অভ্যাসও আছে। বাংলাদেশ যে এখানেই যোজন যোজন পিছিয়ে।
এত বাজে ব্যাটিং! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খাঁ-খাঁ করা গ্যালারিতে যে অল্পসংখ্যক দর্শক এসেছেন, বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে তাঁরা চরম হতাশ। ভারত সফরের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে অলআউট হয়েছে ১০৬ রানে।
আর এতে নিজেদের মাঠে বিব্রতকর এক রেকর্ড সঙ্গী হলো বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন রান। এই মাঠ প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রানও বাংলাদেশের—গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ১৭২ রানে।
মিরপুর টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশের, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এ মাঠ দ্বিতীয় সর্বনিম্ন। মিরপুরে ঘূর্ণি উইকেট বানিয়ে এশিয়ার বাইরের দলগুলোর বিপক্ষে টেস্ট জেতার কৌশল বাংলাদেশের পুরোনো। আজ নিজেদের ফাঁদেই হাঁসফাঁস অবস্থা তাদের। যদিও প্রোটিয়া পেসাররাই বেশি সফল হয়েছে এ পিচে। আজ বাংলাদেশের ৬ উইকেটই দক্ষিণ আফ্রিকার দুই পেসারের দখলে, বাকি ৪ উইকেট নিয়েছেন তাদের দুই স্পিনার।
অবশ্য বাংলাদেশ বলতে পারে, টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এ রকম বাজে ব্যাটিংয়ের উদাহরণ এ বছরেই একাধিকবার ঘটেছে। এই তো কদিন আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট ভারত। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে অলআউট ৫৫ রানে। ঘরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলের যতই বাজে ব্যাটিং-প্রদর্শনী থাক, তাদের দ্রুত ঘরে দাঁড়ানোর অভ্যাসও আছে। বাংলাদেশ যে এখানেই যোজন যোজন পিছিয়ে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে