Ajker Patrika

১ম ইনিংসে মিরপুরে এমন ‘বিব্রত’ আগে হয়নি বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৭: ৩৬
১ম ইনিংসে মিরপুরে এমন ‘বিব্রত’ আগে হয়নি বাংলাদেশ 

এত বাজে ব্যাটিং! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খাঁ-খাঁ করা গ্যালারিতে যে অল্পসংখ্যক দর্শক এসেছেন, বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে তাঁরা চরম হতাশ। ভারত সফরের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে অলআউট হয়েছে ১০৬ রানে। 

আর এতে নিজেদের মাঠে বিব্রতকর এক রেকর্ড সঙ্গী হলো বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন রান। এই মাঠ প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রানও বাংলাদেশের—গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ১৭২ রানে। 

মিরপুর টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশের, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এ মাঠ দ্বিতীয় সর্বনিম্ন। মিরপুরে ঘূর্ণি উইকেট বানিয়ে এশিয়ার বাইরের দলগুলোর বিপক্ষে টেস্ট জেতার কৌশল বাংলাদেশের পুরোনো। আজ নিজেদের ফাঁদেই হাঁসফাঁস অবস্থা তাদের। যদিও প্রোটিয়া পেসাররাই বেশি সফল হয়েছে এ পিচে। আজ বাংলাদেশের ৬ উইকেটই দক্ষিণ আফ্রিকার দুই পেসারের দখলে, বাকি ৪ উইকেট নিয়েছেন তাদের দুই স্পিনার। 

অবশ্য বাংলাদেশ বলতে পারে, টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এ রকম বাজে ব্যাটিংয়ের উদাহরণ এ বছরেই একাধিকবার ঘটেছে। এই তো কদিন আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট ভারত। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে অলআউট ৫৫ রানে। ঘরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলের যতই বাজে ব্যাটিং-প্রদর্শনী থাক, তাদের দ্রুত ঘরে দাঁড়ানোর অভ্যাসও আছে। বাংলাদেশ যে এখানেই যোজন যোজন পিছিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত