মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেন—দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকদের মধ্যে দলে সাফল্য এনে দেওয়ার পরম্পরা বহু পুরোনো। সেই ধারাবাহিতায় যেন যোগ হতে যাচ্ছে আরেকটি নাম—কাইল ভেরেইনে। প্রথমবার বাংলাদেশ সফরে এসেই পেলেন সেঞ্চুরি।
সেই সেঞ্চুরিটিও এলো দলের প্রয়োজনের সময়। প্রথম ইনিংসে ৩০৮ রানে থামা প্রোটিয়াদের ১১৪ রানই এসেছে ভেরেইনের ব্যাট থেকে। ১৮ রানে দিনে শুরু করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন উইয়ান মুলদার। দক্ষিণ আফ্রিকা আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে।
মুলদার ৫৪ রানে থামলেও টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তোলে নেন ভেরেইনা। সেই সঙ্গে গড়েছেন এই কীর্তিও। বাংলাদেশের মাটিতে সফরকারী কোনো দলের ১০ম উইকেটরক্ষক হিসেবে টেস্ট সেঞ্চুরি পেলেন তিনি। এই কীর্তিটি প্রথম করেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১-০২ মৌসুমে চট্টগ্রামে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন তিনি।
ভেরেইনের আগে সবশেষ এই কীর্তিটি ছিল লোরকান টাকারের। গত বছর মিরপুরে ১০৮ রানের ইনিংস খেলেন আইরিশ উইকেটরক্ষক। এছাড়া নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টও বাংলাদেশে এসে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন।
বাংলাদেশে সফরকারী উইকেটরক্ষকদের টেস্ট সেঞ্চুরি
রান ব্যাটার দল ভেন্যু মৌসুম
১১৪* অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০০১-০২
১৪৩ ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড ঢাকা ২০০৪-০৫
১৫৩ তাতেন্দা তাইবু জিম্বাবুয়ে ঢাকা ২০০৫-০৬
১৪৪ অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া ফতুল্লা ২০০৬
১২৬* দিনেশ রামদিন ওয়েস্ট ইন্ডিজ মিরপুর ২০১২-১৩
১০৩ বিজে ওয়াটলি নিউজিল্যান্ড চট্টগ্রাম ২০১৩-১৪
১০০* দিনেশ চান্দিমাল শ্রীলঙ্কা চট্টগ্রাম ২০১৩-১৪
১০১ রেগিস চাকাবা জিম্বাবুয়ে খুলনা ২০১৪-১৫
১০৮ লোরকান টাকার আয়ারল্যান্ড মিরপুর ২০২৩
১১৪ কাইল ভেরেইনে দক্ষিণ আফ্রিকা মিরপুর ২০২৪-২৫
মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেন—দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকদের মধ্যে দলে সাফল্য এনে দেওয়ার পরম্পরা বহু পুরোনো। সেই ধারাবাহিতায় যেন যোগ হতে যাচ্ছে আরেকটি নাম—কাইল ভেরেইনে। প্রথমবার বাংলাদেশ সফরে এসেই পেলেন সেঞ্চুরি।
সেই সেঞ্চুরিটিও এলো দলের প্রয়োজনের সময়। প্রথম ইনিংসে ৩০৮ রানে থামা প্রোটিয়াদের ১১৪ রানই এসেছে ভেরেইনের ব্যাট থেকে। ১৮ রানে দিনে শুরু করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন উইয়ান মুলদার। দক্ষিণ আফ্রিকা আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে।
মুলদার ৫৪ রানে থামলেও টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তোলে নেন ভেরেইনা। সেই সঙ্গে গড়েছেন এই কীর্তিও। বাংলাদেশের মাটিতে সফরকারী কোনো দলের ১০ম উইকেটরক্ষক হিসেবে টেস্ট সেঞ্চুরি পেলেন তিনি। এই কীর্তিটি প্রথম করেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১-০২ মৌসুমে চট্টগ্রামে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন তিনি।
ভেরেইনের আগে সবশেষ এই কীর্তিটি ছিল লোরকান টাকারের। গত বছর মিরপুরে ১০৮ রানের ইনিংস খেলেন আইরিশ উইকেটরক্ষক। এছাড়া নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টও বাংলাদেশে এসে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন।
বাংলাদেশে সফরকারী উইকেটরক্ষকদের টেস্ট সেঞ্চুরি
রান ব্যাটার দল ভেন্যু মৌসুম
১১৪* অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০০১-০২
১৪৩ ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড ঢাকা ২০০৪-০৫
১৫৩ তাতেন্দা তাইবু জিম্বাবুয়ে ঢাকা ২০০৫-০৬
১৪৪ অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া ফতুল্লা ২০০৬
১২৬* দিনেশ রামদিন ওয়েস্ট ইন্ডিজ মিরপুর ২০১২-১৩
১০৩ বিজে ওয়াটলি নিউজিল্যান্ড চট্টগ্রাম ২০১৩-১৪
১০০* দিনেশ চান্দিমাল শ্রীলঙ্কা চট্টগ্রাম ২০১৩-১৪
১০১ রেগিস চাকাবা জিম্বাবুয়ে খুলনা ২০১৪-১৫
১০৮ লোরকান টাকার আয়ারল্যান্ড মিরপুর ২০২৩
১১৪ কাইল ভেরেইনে দক্ষিণ আফ্রিকা মিরপুর ২০২৪-২৫
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৮ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৮ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১০ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১০ ঘণ্টা আগে