১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১, ৪—এসব সংখ্যাকে কোনো এলোমেলো গাণিতিক রাশি বলে ভুল করবেন না। বেঙ্গালুরু টেস্টে ভারতের স্কোরবোর্ডে তাকালেই সব পরিস্কার হবে। এতক্ষণে হয়তো জেনেও গিয়েছেন, কত লজ্জায় পড়তে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। মাত্র ৪৬ রানেই যে গুটিয়ে গেছে ভারত! তার মধ্যে ৪ রান অতিরিক্ত না হলে স্কোরটা আরও ছোট হতো।
নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের পেসার সামনে ভারতীয় ব্যাটারদের এমন নাজেহাল হতে দেখে হাসাহাসি শুরু করেছেন খোদ ভারতীয়রাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ সৌরভ ভালশংকর নামে একজন স্কোরবোর্ডটায় ছবি তুলে পোস্ট করে দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘৬ ডাক’।
অবশ ৬ নয়। ডাক মেরেছেন ৫ ব্যাটার। আর সেই পাঁচজন হলেন—বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এটি নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগের দুটি ৩৬ ও ৪২। প্রথমটি ২০২০ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। আর দ্বিতীয়টি ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ঘরের মাটিতে এটিই সর্বনিম্ন ভারতের। আগেরটি ছিল ৭৫, দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে হয়নি একটি বলও। আজ দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এমন দুরাবস্থা হলো ভারতের। ওপেনার যশস্বী জয়সওয়াল ও উইকেটরক্ষক ঋষভ পন্ত ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। বাংলদেশের বিপক্ষে সিরিজ জিতে উড়তে থাকা ভারতকে এমন মাটিতে নামিয়েছেন দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। দুজনে নিয়েছেন ৯ উইকেট। বাকি উইকেটটি আরেক পেসার টিম সাউদির। উপমহাদেশের উইকেট স্পিনসহায়ক হলেও কিউই পেসাররায় ৩১ ওভারের মধ্যে সবকিছু সেরে ফেলে ফেলেন।
অধিনায়ক রোহিতকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সাউদি। এরপর ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। সেই স্কোর দেখে এক এক্স ব্যবহারী লিখেছেন, ‘৩৭/৭—এটা কি ৫ ওভারের ম্যাচ নাকি টেস্ট ম্যাচ? প্রিয় আইসিসি, এসব লোকদের থেকে টেস্ট মর্যাদা কেড়ে নেওয়া হোক।’ আরেকজনের স্কোরকার্ডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারতের ব্যাটিং কার্ড দেখে মনে হচ্ছে ডায়ালিং কোড।’ শুরুতেই ব্যাটিংয়ের হাল দেখে বিহার-সেই-হেই নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, ‘আমরা ৫০ পৌঁছাব তো?’ তার সেই আশা অবশ্য পূরণ হয়নি।
১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১, ৪—এসব সংখ্যাকে কোনো এলোমেলো গাণিতিক রাশি বলে ভুল করবেন না। বেঙ্গালুরু টেস্টে ভারতের স্কোরবোর্ডে তাকালেই সব পরিস্কার হবে। এতক্ষণে হয়তো জেনেও গিয়েছেন, কত লজ্জায় পড়তে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। মাত্র ৪৬ রানেই যে গুটিয়ে গেছে ভারত! তার মধ্যে ৪ রান অতিরিক্ত না হলে স্কোরটা আরও ছোট হতো।
নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের পেসার সামনে ভারতীয় ব্যাটারদের এমন নাজেহাল হতে দেখে হাসাহাসি শুরু করেছেন খোদ ভারতীয়রাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ সৌরভ ভালশংকর নামে একজন স্কোরবোর্ডটায় ছবি তুলে পোস্ট করে দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘৬ ডাক’।
অবশ ৬ নয়। ডাক মেরেছেন ৫ ব্যাটার। আর সেই পাঁচজন হলেন—বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এটি নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগের দুটি ৩৬ ও ৪২। প্রথমটি ২০২০ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। আর দ্বিতীয়টি ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ঘরের মাটিতে এটিই সর্বনিম্ন ভারতের। আগেরটি ছিল ৭৫, দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে হয়নি একটি বলও। আজ দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এমন দুরাবস্থা হলো ভারতের। ওপেনার যশস্বী জয়সওয়াল ও উইকেটরক্ষক ঋষভ পন্ত ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। বাংলদেশের বিপক্ষে সিরিজ জিতে উড়তে থাকা ভারতকে এমন মাটিতে নামিয়েছেন দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। দুজনে নিয়েছেন ৯ উইকেট। বাকি উইকেটটি আরেক পেসার টিম সাউদির। উপমহাদেশের উইকেট স্পিনসহায়ক হলেও কিউই পেসাররায় ৩১ ওভারের মধ্যে সবকিছু সেরে ফেলে ফেলেন।
অধিনায়ক রোহিতকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সাউদি। এরপর ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। সেই স্কোর দেখে এক এক্স ব্যবহারী লিখেছেন, ‘৩৭/৭—এটা কি ৫ ওভারের ম্যাচ নাকি টেস্ট ম্যাচ? প্রিয় আইসিসি, এসব লোকদের থেকে টেস্ট মর্যাদা কেড়ে নেওয়া হোক।’ আরেকজনের স্কোরকার্ডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারতের ব্যাটিং কার্ড দেখে মনে হচ্ছে ডায়ালিং কোড।’ শুরুতেই ব্যাটিংয়ের হাল দেখে বিহার-সেই-হেই নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, ‘আমরা ৫০ পৌঁছাব তো?’ তার সেই আশা অবশ্য পূরণ হয়নি।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৪ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে