Ajker Patrika

ভারত কি ৫ ওভারের ম্যাচ খেলল নাকি টেস্ট

ভারত কি ৫ ওভারের ম্যাচ খেলল নাকি টেস্ট

১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১, ৪—এসব সংখ্যাকে কোনো এলোমেলো গাণিতিক রাশি বলে ভুল করবেন না। বেঙ্গালুরু টেস্টে ভারতের স্কোরবোর্ডে তাকালেই সব পরিস্কার হবে। এতক্ষণে হয়তো জেনেও গিয়েছেন, কত লজ্জায় পড়তে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। মাত্র ৪৬ রানেই যে গুটিয়ে গেছে ভারত! তার মধ্যে ৪ রান অতিরিক্ত না হলে স্কোরটা আরও ছোট হতো। 

নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের পেসার সামনে ভারতীয় ব্যাটারদের এমন নাজেহাল হতে দেখে হাসাহাসি শুরু করেছেন খোদ ভারতীয়রাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ সৌরভ ভালশংকর নামে একজন স্কোরবোর্ডটায় ছবি তুলে পোস্ট করে দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘৬ ডাক’। 

অবশ ৬ নয়। ডাক মেরেছেন ৫ ব্যাটার। আর সেই পাঁচজন হলেন—বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এটি নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগের দুটি ৩৬ ও ৪২। প্রথমটি ২০২০ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। আর দ্বিতীয়টি ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ঘরের মাটিতে এটিই সর্বনিম্ন ভারতের। আগেরটি ছিল ৭৫, দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে হয়নি একটি বলও। আজ দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এমন দুরাবস্থা হলো ভারতের। ওপেনার যশস্বী জয়সওয়াল ও উইকেটরক্ষক ঋষভ পন্ত ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। বাংলদেশের বিপক্ষে সিরিজ জিতে উড়তে থাকা ভারতকে এমন মাটিতে নামিয়েছেন দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। দুজনে নিয়েছেন ৯ উইকেট। বাকি উইকেটটি আরেক পেসার টিম সাউদির। উপমহাদেশের উইকেট স্পিনসহায়ক হলেও কিউই পেসাররায় ৩১ ওভারের মধ্যে সবকিছু সেরে ফেলে ফেলেন।

অধিনায়ক রোহিতকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সাউদি। এরপর ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। সেই স্কোর দেখে এক এক্স ব্যবহারী লিখেছেন, ‘৩৭/৭—এটা কি ৫ ওভারের ম্যাচ নাকি টেস্ট ম্যাচ? প্রিয় আইসিসি, এসব লোকদের থেকে টেস্ট মর্যাদা কেড়ে নেওয়া হোক।’ আরেকজনের স্কোরকার্ডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারতের ব্যাটিং কার্ড দেখে মনে হচ্ছে ডায়ালিং কোড।’ শুরুতেই ব্যাটিংয়ের হাল দেখে বিহার-সেই-হেই নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, ‘আমরা ৫০ পৌঁছাব তো?’ তার সেই আশা অবশ্য পূরণ হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত