ক্রীড়া ডেস্ক
১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১, ৪—এসব সংখ্যাকে কোনো এলোমেলো গাণিতিক রাশি বলে ভুল করবেন না। বেঙ্গালুরু টেস্টে ভারতের স্কোরবোর্ডে তাকালেই সব পরিস্কার হবে। এতক্ষণে হয়তো জেনেও গিয়েছেন, কত লজ্জায় পড়তে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। মাত্র ৪৬ রানেই যে গুটিয়ে গেছে ভারত! তার মধ্যে ৪ রান অতিরিক্ত না হলে স্কোরটা আরও ছোট হতো।
নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের পেসার সামনে ভারতীয় ব্যাটারদের এমন নাজেহাল হতে দেখে হাসাহাসি শুরু করেছেন খোদ ভারতীয়রাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ সৌরভ ভালশংকর নামে একজন স্কোরবোর্ডটায় ছবি তুলে পোস্ট করে দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘৬ ডাক’।
অবশ ৬ নয়। ডাক মেরেছেন ৫ ব্যাটার। আর সেই পাঁচজন হলেন—বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এটি নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগের দুটি ৩৬ ও ৪২। প্রথমটি ২০২০ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। আর দ্বিতীয়টি ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ঘরের মাটিতে এটিই সর্বনিম্ন ভারতের। আগেরটি ছিল ৭৫, দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে হয়নি একটি বলও। আজ দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এমন দুরাবস্থা হলো ভারতের। ওপেনার যশস্বী জয়সওয়াল ও উইকেটরক্ষক ঋষভ পন্ত ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। বাংলদেশের বিপক্ষে সিরিজ জিতে উড়তে থাকা ভারতকে এমন মাটিতে নামিয়েছেন দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। দুজনে নিয়েছেন ৯ উইকেট। বাকি উইকেটটি আরেক পেসার টিম সাউদির। উপমহাদেশের উইকেট স্পিনসহায়ক হলেও কিউই পেসাররায় ৩১ ওভারের মধ্যে সবকিছু সেরে ফেলে ফেলেন।
অধিনায়ক রোহিতকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সাউদি। এরপর ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। সেই স্কোর দেখে এক এক্স ব্যবহারী লিখেছেন, ‘৩৭/৭—এটা কি ৫ ওভারের ম্যাচ নাকি টেস্ট ম্যাচ? প্রিয় আইসিসি, এসব লোকদের থেকে টেস্ট মর্যাদা কেড়ে নেওয়া হোক।’ আরেকজনের স্কোরকার্ডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারতের ব্যাটিং কার্ড দেখে মনে হচ্ছে ডায়ালিং কোড।’ শুরুতেই ব্যাটিংয়ের হাল দেখে বিহার-সেই-হেই নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, ‘আমরা ৫০ পৌঁছাব তো?’ তার সেই আশা অবশ্য পূরণ হয়নি।
১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১, ৪—এসব সংখ্যাকে কোনো এলোমেলো গাণিতিক রাশি বলে ভুল করবেন না। বেঙ্গালুরু টেস্টে ভারতের স্কোরবোর্ডে তাকালেই সব পরিস্কার হবে। এতক্ষণে হয়তো জেনেও গিয়েছেন, কত লজ্জায় পড়তে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। মাত্র ৪৬ রানেই যে গুটিয়ে গেছে ভারত! তার মধ্যে ৪ রান অতিরিক্ত না হলে স্কোরটা আরও ছোট হতো।
নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের পেসার সামনে ভারতীয় ব্যাটারদের এমন নাজেহাল হতে দেখে হাসাহাসি শুরু করেছেন খোদ ভারতীয়রাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ সৌরভ ভালশংকর নামে একজন স্কোরবোর্ডটায় ছবি তুলে পোস্ট করে দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘৬ ডাক’।
অবশ ৬ নয়। ডাক মেরেছেন ৫ ব্যাটার। আর সেই পাঁচজন হলেন—বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এটি নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগের দুটি ৩৬ ও ৪২। প্রথমটি ২০২০ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। আর দ্বিতীয়টি ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ঘরের মাটিতে এটিই সর্বনিম্ন ভারতের। আগেরটি ছিল ৭৫, দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে হয়নি একটি বলও। আজ দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এমন দুরাবস্থা হলো ভারতের। ওপেনার যশস্বী জয়সওয়াল ও উইকেটরক্ষক ঋষভ পন্ত ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। বাংলদেশের বিপক্ষে সিরিজ জিতে উড়তে থাকা ভারতকে এমন মাটিতে নামিয়েছেন দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। দুজনে নিয়েছেন ৯ উইকেট। বাকি উইকেটটি আরেক পেসার টিম সাউদির। উপমহাদেশের উইকেট স্পিনসহায়ক হলেও কিউই পেসাররায় ৩১ ওভারের মধ্যে সবকিছু সেরে ফেলে ফেলেন।
অধিনায়ক রোহিতকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সাউদি। এরপর ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। সেই স্কোর দেখে এক এক্স ব্যবহারী লিখেছেন, ‘৩৭/৭—এটা কি ৫ ওভারের ম্যাচ নাকি টেস্ট ম্যাচ? প্রিয় আইসিসি, এসব লোকদের থেকে টেস্ট মর্যাদা কেড়ে নেওয়া হোক।’ আরেকজনের স্কোরকার্ডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারতের ব্যাটিং কার্ড দেখে মনে হচ্ছে ডায়ালিং কোড।’ শুরুতেই ব্যাটিংয়ের হাল দেখে বিহার-সেই-হেই নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, ‘আমরা ৫০ পৌঁছাব তো?’ তার সেই আশা অবশ্য পূরণ হয়নি।
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১ মিনিট আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৫ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৬ ঘণ্টা আগে