Ajker Patrika

উড়তে থাকা ভারতকে উড়িয়ে ৩৬ বছরের খরা কাটাল নিউজিল্যান্ড

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৮: ১৭
উড়তে থাকা ভারতকে উড়িয়ে ৩৬ বছরের খরা কাটাল নিউজিল্যান্ড

টেস্টে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল ভারত। টানা ৬ টেস্ট জেতা ভারত প্রতিপক্ষের সঙ্গে রীতিমতো দাপট দেখিয়ে খেলে। ইংল্যান্ড, বাংলাদেশ দুটি দলই ভারতে গিয়ে পর্যুদস্ত হয়েছে। এবার ভারতের মাঠেই ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। 

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ‘লাকি সেভেনে’ ভারতের জয়রথ থামিয়ে কিউইদের ৩৬ বছরের অপেক্ষাও ফুরিয়েছে। ভারতের মাঠে নিউজিল্যান্ড এই নিয়ে তিন টেস্ট জিতল। এর আগে ভারতের বিপক্ষে ভারতের মাঠে দুই টেস্ট নিউজিল্যান্ড জিতেছিল ১৯৬৯ ও ১৯৮৮ সালে। নাগপুরে ১৯৬৯ সালে নিউজিল্যান্ড ১৬৭ রানে হারিয়েছিল ভারতকে। পরবর্তীতে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কিউইরা জিতেছিল ১৩৬ রানে।

১০৭ রানের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ড গতকাল চতুর্থ দিনেই খেলতে নামে। চার বল খেলে কোনো রান করতে পারেনি। উইকেটও হারায়নি। আম্পায়াররা সেখান থেকেই খেলা থামিয়ে দেন। পঞ্চম দিনে আজ খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় কিউইরা। ইনিংসের ষষ্ঠ বলে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জসপ্রীত বুমরা। আম্পায়ার আউট ঘোষণার পর লাথাম রিভিউ নিলেও সেটা নষ্ট হয়ে যায়।  

০ রানে উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর ব্যাটিংয়ে নামেন উইল ইয়ং। ওপেনার ডেভন কনওয়ে ও ইয়ং শুরুতে বুমরা ও সিরাজের সুইং সামলাতে হিমশিম খেতে থাকেন। কয়েকবার আউটের সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত কনওয়ে-ইয়ংয়ের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৬৯ বলে ৩৫ রান। ১৩তম ওভারের তৃতীয় বলে কনওয়ের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন বুমরা। আম্পায়ার সাড়া না দিলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তৎক্ষণাৎ রিভিউ নেন। রিভিউতে দেখা যায় তিনটি লাল দাগ। ৩৯ বলে ৩ চারে ১৭ রান করে ফেরেন কনওয়ে। 

লাথাম, কনওয়ে দুই ওপেনারকে হারালে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ১২.৩ ওভারে ২ উইকেটে ৩৫ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ রাচীন রবীন্দ্র। ইয়ংকে নিয়ে বেশ সাবলীলভাবেই খেলেছেন রাচীন। সিঙ্গেল যেমন নিয়েছেন, সুযোগ বুঝে তাঁরা বাউন্ডারি মেরেছেন। ভারতও ফিল্ডিংয়ে এলোমেলো হয়ে যায়। তৃতীয় উইকেটে ইয়ং-রাচীন ৯২ বলে ৭৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন। ২৮তম ওভারের চতুর্থ বলে জাদেজাকে চার মেরে নিউজিল্যান্ডের ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন।  

ভারতের মাঠে নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাচীন। প্রথম ইনিংসে করেছেন ১৩৪ রান। ১৫৯ বলের ইনিংসে মেরেছিলেন ১৩ চার ও ৪ ছক্কা। দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে কিউইরা ইনিংস শেষ করেছে ২৭.৪ ওভারে ২ উইকেটে ১১০ রান। ইয়ং ৪৮ রান করে অপরাজিত থাকেন।

বেঙ্গালুরুতে ১৬ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। তবে বৃষ্টির বাগড়ায় সেদিন একটা বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে  খেলা শুরু হলে ভারত যে ৪৬ রানে অলআউট হয়েছে, সেখানে দুই ব্যাটার দুই অঙ্ক পেরোতে পেরেছেন, যার মধ্যে সর্বোচ্চ ২০ রান করেন পন্ত। বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা,রবিচন্দ্রন অশ্বিন-স্বাগতিকদের এই ৫ ব্যাটার ডাক মেরেছেন। ভারত ব্যাটিং করেছে ৩১.২ ওভার। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪০২ রানে অলআউট হয়েছে।

৩৫৬ রানে পিছিয়ে থাকা ভারতের দ্বিতীয় ইনিংসে একটা পর্যায়ে স্কোর ছিল ৩ উইকেটে ৪০৮ রান। হঠাৎ ধসে ৪৬২ রানে অলআউট হয়ে যায়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া সরফরাজ খান করেন ১৫০ রান। তবে ঋষভ পন্ত ৯৯ রানে আউট হয়েছেন। টেস্টে এই নিয়ে সাতবার ‘নার্ভাস নাইনটির’ ঘরে কাটা পড়েছেন। 

 

 

 

 

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত