ফ্যাক্টচেক ডেস্ক
মিরপুরে চলছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে ইতি টানার ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব আল হাসান। তাঁর ভক্তরাও চেয়েছেন যতো বিতর্কই সাকিব আল হাসানের অবসরের ঘোষণাটা দেশের মাঠ থেকেই হোক। সবকিছু প্রস্তুতও ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় দুবাইয়ে থেমে যেতে হয়েছে তাঁকে। ফিরতে পারেননি দেশে।
এ নিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন উত্তাল কয়েক দিন ধরেই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে সাকিব পক্ষ ও সাকিব বিরোধীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও লং মার্চ করেছেন। গতকাল রোববার সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে বিশাল সমাবেশের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সাকিবিয়ানদের (সাকিবভক্ত) মিছিল।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, পুলিশ পাহারায় রং–বেরংয়ের প্ল্যাকার্ড হাতে বিশাল এক সমাবেশ সড়ক অবরোধ করে রেখেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা প্রায় ৯ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ছবিটি হাসান কবির নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টায় দেওয়া পোস্টটির ক্যাপশনে লেখা, ‘এ জীবনে সাকিব আল হাসানের কোনো কিছু পাওয়ার আর নেই। একজন ক্রিকেটারের জন্য, তার ভক্তরা রক্ত দিয়েছে, যা ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে...।’ পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজার ৩০০। শেয়ার হয়েছে অর্ধ শতাধিক।
রিভার্স ইমেজ সার্চে ছবিটি উইকিমিডিয়া কমনসের ওয়েবসাইটে পাওয়া যায়। গত ৬ জুলাই ছবিটি ওয়েবসাইটে ‘Rayhan 9 d’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় এক দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ছবি এটি।একই স্থানে ভিন্ন অবস্থান থেকে তোলা আরেকটি ছবি খুঁজে পাওয়া যায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ওয়েবসাইটে। গত ৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি রয়েছে। ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির আশপাশের দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদনে ছবির ক্যাপশন অনুযায়ী, গত ৬ জুলাই তোলা ছবিটি কোটা পুনর্বহালের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখে শিক্ষার্থীদের যাত্রার।
প্রসঙ্গত, কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের জন্য ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে জুলাইয়ের শুরুতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করার পর এই আন্দোলন শুরু হয়। এটি বাতিলের দাবিতে ৬ জুলাই শাহবাগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির ছবিকেই সাকিবিয়ানদের সমাবেশের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:
মিরপুরে চলছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে ইতি টানার ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব আল হাসান। তাঁর ভক্তরাও চেয়েছেন যতো বিতর্কই সাকিব আল হাসানের অবসরের ঘোষণাটা দেশের মাঠ থেকেই হোক। সবকিছু প্রস্তুতও ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় দুবাইয়ে থেমে যেতে হয়েছে তাঁকে। ফিরতে পারেননি দেশে।
এ নিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন উত্তাল কয়েক দিন ধরেই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে সাকিব পক্ষ ও সাকিব বিরোধীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও লং মার্চ করেছেন। গতকাল রোববার সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে বিশাল সমাবেশের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সাকিবিয়ানদের (সাকিবভক্ত) মিছিল।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, পুলিশ পাহারায় রং–বেরংয়ের প্ল্যাকার্ড হাতে বিশাল এক সমাবেশ সড়ক অবরোধ করে রেখেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা প্রায় ৯ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ছবিটি হাসান কবির নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টায় দেওয়া পোস্টটির ক্যাপশনে লেখা, ‘এ জীবনে সাকিব আল হাসানের কোনো কিছু পাওয়ার আর নেই। একজন ক্রিকেটারের জন্য, তার ভক্তরা রক্ত দিয়েছে, যা ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে...।’ পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজার ৩০০। শেয়ার হয়েছে অর্ধ শতাধিক।
রিভার্স ইমেজ সার্চে ছবিটি উইকিমিডিয়া কমনসের ওয়েবসাইটে পাওয়া যায়। গত ৬ জুলাই ছবিটি ওয়েবসাইটে ‘Rayhan 9 d’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় এক দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ছবি এটি।একই স্থানে ভিন্ন অবস্থান থেকে তোলা আরেকটি ছবি খুঁজে পাওয়া যায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ওয়েবসাইটে। গত ৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি রয়েছে। ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির আশপাশের দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদনে ছবির ক্যাপশন অনুযায়ী, গত ৬ জুলাই তোলা ছবিটি কোটা পুনর্বহালের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখে শিক্ষার্থীদের যাত্রার।
প্রসঙ্গত, কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের জন্য ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে জুলাইয়ের শুরুতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করার পর এই আন্দোলন শুরু হয়। এটি বাতিলের দাবিতে ৬ জুলাই শাহবাগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির ছবিকেই সাকিবিয়ানদের সমাবেশের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৬ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৯ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২২ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৪ দিন আগে