বাংলাদেশ ম্যাচে ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ে অসন্তুষ্ট গাভাস্কার
সুনামি, টাইফুন, হারিকেন—কানপুরের গ্রিন পার্কে গতকাল কী হচ্ছিল, সেটা বুঝতে পারছিলেন না অনেকেই। কারণ চতুর্থ দিনে বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটুনি দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের এমন ধ্বংসাত্মক ব্যাটিং মোটেই পছন্দ হয়নি সুনীল গাভাস্কারের।