শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে মাথা নাড়াতে থাকেন কামরান গুলাম। চোখ মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল থিতু হওয়ার পর এমন শট খেলায় তাঁর কী পরিমাণ আফসোস হচ্ছে! তিনিই মুলতানে আজ টেস্ট ক্যারিয়ারের অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি করেন। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে পাকিস্তানও।
পাকিস্তানের ১৪ তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন গুলাম। ২২৪ বলে করেছেন ১১৮ রান। মেরেছেন ২২ চার ও ১ ছক্কা। মুলতানে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বরাবরের মতো এবারও ব্যর্থ সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শফিককে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন জ্যাক লিচ। ডিফেন্স করতে গিয়ে শফিক বলটা যেন চোখেও দেখেননি। দ্রুত গতিতে ভেঙে যায় অফ স্টাম্প। ২৮ বলে ১ চারে ৭ রান করেন শফিক। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান। শফিক-সাইম এখন পর্যন্ত যে ৯ ইনিংসে জুটি উদ্বোধন করেছেন, সেখানে আজই হয়েছে সর্বোচ্চ রান (১৫)।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মাসুদ। অধিনায়ক হয়ে কোথায় তাঁর দায়িত্ব নেওয়ার কথা, সেখানে উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে লিচকে আলতো করে ফ্লিক করেন মাসুদ। শর্ট মিড উইকেটে ক্যাচ ধরেন জ্যাক ক্রলি। ৭ বলে ৩ রান করে মাসুদ বিদায় নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ২ উইকেটে ১৯ রান।
চার নম্বরে ব্যাটিংয়ে নামা গুলাম বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেছেন। সাইমের সঙ্গে তৃতীয় উইকেটে ২৭৮ বলে ১৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। স্বাগতিকদের তৃতীয় উইকেটের জুটিটা ভেঙেছেন ম্যাথু পটস। ৫৬তম ওভারের শেষ বলে পটসকে তুলে মারতে যান সাইম। মিড অফে ক্যাচ লুফে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ১৬০ বলে ৭ চারে ৭৭ রান করেন সাইম। পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার ফেরার পর দলটি দ্রুত আরও একটি উইকেট হারায়। ৬১ তম ওভারের পঞ্চম বলে সৌদ শাকিলকে (৪) ফেরান ব্রাইডন কার্স।
১০ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬০.৫ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। স্বাগতিকেরা যখন আবার ধাক্কা খেল, তখন আবার প্রতিরোধ গড়েন গুলাম। ২৯ বছর ১৯২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৭৪ তম ওভারের শেষ বলে জো রুটকে ডিপ মিড উইকেট দিয়ে পুল করে তিন অঙ্ক ছুঁয়েছেন গুলাম। পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। জুটিটির স্থায়িত্ব ছিল ১৪১ বল। ৮৫তম ওভারের দ্বিতীয় বলে বশিরকে বেশি এগিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন গুলাম। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৮৪.২ ওভারে ২ উইকেটে ২৪৩ রান। রিজওয়ান ও সালমান ব্যাটিং করছেন ৩৭ ও ৫ রান করে।
বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ, অফ স্পিনার সাজিদ খান-স্বীকৃত এই স্পিনার নিয়ে পাকিস্তান সাজিয়েছে দ্বিতীয় টেস্টের একাদশ। টেস্টে অভিষিক্ত গুলামও খন্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। অভিষেক টেস্টে পাকিস্তানের সবশেষ সেঞ্চুরিয়ান আবিদ আলী। ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রান করে অপরাজিত ছিলেন আবিদ।
শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে মাথা নাড়াতে থাকেন কামরান গুলাম। চোখ মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল থিতু হওয়ার পর এমন শট খেলায় তাঁর কী পরিমাণ আফসোস হচ্ছে! তিনিই মুলতানে আজ টেস্ট ক্যারিয়ারের অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি করেন। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে পাকিস্তানও।
পাকিস্তানের ১৪ তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন গুলাম। ২২৪ বলে করেছেন ১১৮ রান। মেরেছেন ২২ চার ও ১ ছক্কা। মুলতানে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা পাকিস্তান শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বরাবরের মতো এবারও ব্যর্থ সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শফিককে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন জ্যাক লিচ। ডিফেন্স করতে গিয়ে শফিক বলটা যেন চোখেও দেখেননি। দ্রুত গতিতে ভেঙে যায় অফ স্টাম্প। ২৮ বলে ১ চারে ৭ রান করেন শফিক। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান। শফিক-সাইম এখন পর্যন্ত যে ৯ ইনিংসে জুটি উদ্বোধন করেছেন, সেখানে আজই হয়েছে সর্বোচ্চ রান (১৫)।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মাসুদ। অধিনায়ক হয়ে কোথায় তাঁর দায়িত্ব নেওয়ার কথা, সেখানে উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে লিচকে আলতো করে ফ্লিক করেন মাসুদ। শর্ট মিড উইকেটে ক্যাচ ধরেন জ্যাক ক্রলি। ৭ বলে ৩ রান করে মাসুদ বিদায় নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ২ উইকেটে ১৯ রান।
চার নম্বরে ব্যাটিংয়ে নামা গুলাম বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেছেন। সাইমের সঙ্গে তৃতীয় উইকেটে ২৭৮ বলে ১৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। স্বাগতিকদের তৃতীয় উইকেটের জুটিটা ভেঙেছেন ম্যাথু পটস। ৫৬তম ওভারের শেষ বলে পটসকে তুলে মারতে যান সাইম। মিড অফে ক্যাচ লুফে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ১৬০ বলে ৭ চারে ৭৭ রান করেন সাইম। পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার ফেরার পর দলটি দ্রুত আরও একটি উইকেট হারায়। ৬১ তম ওভারের পঞ্চম বলে সৌদ শাকিলকে (৪) ফেরান ব্রাইডন কার্স।
১০ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬০.৫ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। স্বাগতিকেরা যখন আবার ধাক্কা খেল, তখন আবার প্রতিরোধ গড়েন গুলাম। ২৯ বছর ১৯২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৭৪ তম ওভারের শেষ বলে জো রুটকে ডিপ মিড উইকেট দিয়ে পুল করে তিন অঙ্ক ছুঁয়েছেন গুলাম। পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গুলাম। জুটিটির স্থায়িত্ব ছিল ১৪১ বল। ৮৫তম ওভারের দ্বিতীয় বলে বশিরকে বেশি এগিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন গুলাম। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৮৪.২ ওভারে ২ উইকেটে ২৪৩ রান। রিজওয়ান ও সালমান ব্যাটিং করছেন ৩৭ ও ৫ রান করে।
বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ, অফ স্পিনার সাজিদ খান-স্বীকৃত এই স্পিনার নিয়ে পাকিস্তান সাজিয়েছে দ্বিতীয় টেস্টের একাদশ। টেস্টে অভিষিক্ত গুলামও খন্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। অভিষেক টেস্টে পাকিস্তানের সবশেষ সেঞ্চুরিয়ান আবিদ আলী। ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রান করে অপরাজিত ছিলেন আবিদ।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৭ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে