ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। ক্রিকেটের রাজকীয় সংস্করণের এই সিরিজ শুরুর আগমুহূর্তে আরও একবার ঝামেলায় পড়ল কিউইরা। ভারত সিরিজই শেষ হয়ে গেল সিয়ার্সের।
বাঁ হাঁটুর চোটে পড়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সিয়ার্স। ২৬ বছর বয়সী এই পেসারের সিরিজ শেষ হয়ে যাওয়ার ব্যাখ্যায় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ এক বিবৃতিতে বলেছে, ‘সিয়ার্স বাঁ হাঁটুতে চোট পেয়েছে শ্রীলঙ্কার মাঠে সাম্প্রতিক সময়ে টেস্ট সিরিজে অনুশীলনের সময়। গত সপ্তাহে নিউজিল্যান্ডে তাঁর স্ক্যান করা হয়েছে। স্ক্যানের কারণেই তার ভারত সফরে যাওয়ার ব্যাপারে একটু দেরি হচ্ছিল। তার মিনিস্কাসে একটা ছিদ্র ধরা পড়ে। প্রথম দফায় চিকিৎসা বিভাগ আলোচনা করে ভেবেছিল সে শঙ্কামুক্ত হবে। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে সিরিজ থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিয়ার্সের পরিবর্তে দলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ডাফি এখন পর্যন্ত ৬ ওয়ানডে ও ১৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্টে এখনো তাঁর অভিষেক হয়নি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯ ম্যাচে ২৯৯ উইকেট নিয়েছেন তিনি। সুযোগ পেলে ডাফি তাঁর সেরাটা দেবেন বলে আশাবাদী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। ডাফিকে নিয়ে নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারের হয়ে জ্যাকবের সাম্প্রতিক অভিজ্ঞতা দলে জায়গা পেতে সাহায্য করেছে। নিউজিল্যান্ডের জার্সিতে সাদা বলের ক্রিকেটে সে সব সময় দুর্দান্ত। যখনই সে ডাক পাবে, সে অবদান রাখতে পারবে বলে আমরা আশাবাদী।’
ডাফি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন আগামীকাল সকালে। একই দিন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সিয়ার্স, ডাফি এই দুই পেসার যেহেতু আগামীকাল খেলতে পারছেন না, সেক্ষেত্রে টিম সাউদি, ম্যাট হেনরি, উইল ও’রুর্কি-এই তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে নিউজিল্যান্ড। পেস বোলিং অলরাউন্ডার ড্যারিল মিচেলও অবদান রাখতে পারেন। দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র কার্যকরী হতে পারেন ভারতের মাঠে। সিয়ার্স ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেন এ বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্রাইস্টচার্চে অভিষেক টেস্টে নেন ৫ উইকেট।
ভারত সিরিজ শুরুর আগে ১ অক্টোবর বদলে যায় নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক। টিম সাউদির পরিবর্তে টম লাথামের কাঁধে তুলে দেওয়া হয় কিউইদের টেস্ট দলের নেতৃত্বভার। পরবর্তী কুঁচকির চোটে ভুগতে থাকা কেইন উইলিয়ামসনকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট
উইলিয়ামসন মিস করলেও সিরিজের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নির্বাচক স্যাম ওয়েলসের।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ তিনটি হবে তিন ভেন্যুতে। প্রথম টেস্টের পর দুই দলকে চলে যেতে হবে পুনেতে। ২৪ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), কেইন উইলিয়ামসন, উইল ইয়ং, মাইকেল ব্রেসওয়েল (প্রথম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), টিম সাউদি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ম্যাট হেনরি
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। ক্রিকেটের রাজকীয় সংস্করণের এই সিরিজ শুরুর আগমুহূর্তে আরও একবার ঝামেলায় পড়ল কিউইরা। ভারত সিরিজই শেষ হয়ে গেল সিয়ার্সের।
বাঁ হাঁটুর চোটে পড়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সিয়ার্স। ২৬ বছর বয়সী এই পেসারের সিরিজ শেষ হয়ে যাওয়ার ব্যাখ্যায় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ এক বিবৃতিতে বলেছে, ‘সিয়ার্স বাঁ হাঁটুতে চোট পেয়েছে শ্রীলঙ্কার মাঠে সাম্প্রতিক সময়ে টেস্ট সিরিজে অনুশীলনের সময়। গত সপ্তাহে নিউজিল্যান্ডে তাঁর স্ক্যান করা হয়েছে। স্ক্যানের কারণেই তার ভারত সফরে যাওয়ার ব্যাপারে একটু দেরি হচ্ছিল। তার মিনিস্কাসে একটা ছিদ্র ধরা পড়ে। প্রথম দফায় চিকিৎসা বিভাগ আলোচনা করে ভেবেছিল সে শঙ্কামুক্ত হবে। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে সিরিজ থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিয়ার্সের পরিবর্তে দলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ডাফি এখন পর্যন্ত ৬ ওয়ানডে ও ১৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্টে এখনো তাঁর অভিষেক হয়নি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯ ম্যাচে ২৯৯ উইকেট নিয়েছেন তিনি। সুযোগ পেলে ডাফি তাঁর সেরাটা দেবেন বলে আশাবাদী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। ডাফিকে নিয়ে নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারের হয়ে জ্যাকবের সাম্প্রতিক অভিজ্ঞতা দলে জায়গা পেতে সাহায্য করেছে। নিউজিল্যান্ডের জার্সিতে সাদা বলের ক্রিকেটে সে সব সময় দুর্দান্ত। যখনই সে ডাক পাবে, সে অবদান রাখতে পারবে বলে আমরা আশাবাদী।’
ডাফি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন আগামীকাল সকালে। একই দিন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সিয়ার্স, ডাফি এই দুই পেসার যেহেতু আগামীকাল খেলতে পারছেন না, সেক্ষেত্রে টিম সাউদি, ম্যাট হেনরি, উইল ও’রুর্কি-এই তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে নিউজিল্যান্ড। পেস বোলিং অলরাউন্ডার ড্যারিল মিচেলও অবদান রাখতে পারেন। দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র কার্যকরী হতে পারেন ভারতের মাঠে। সিয়ার্স ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেন এ বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্রাইস্টচার্চে অভিষেক টেস্টে নেন ৫ উইকেট।
ভারত সিরিজ শুরুর আগে ১ অক্টোবর বদলে যায় নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক। টিম সাউদির পরিবর্তে টম লাথামের কাঁধে তুলে দেওয়া হয় কিউইদের টেস্ট দলের নেতৃত্বভার। পরবর্তী কুঁচকির চোটে ভুগতে থাকা কেইন উইলিয়ামসনকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট
উইলিয়ামসন মিস করলেও সিরিজের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নির্বাচক স্যাম ওয়েলসের।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ তিনটি হবে তিন ভেন্যুতে। প্রথম টেস্টের পর দুই দলকে চলে যেতে হবে পুনেতে। ২৪ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), কেইন উইলিয়ামসন, উইল ইয়ং, মাইকেল ব্রেসওয়েল (প্রথম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), টিম সাউদি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ম্যাট হেনরি
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
৪ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
৬ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
৭ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
৭ ঘণ্টা আগে