ক্রীড়া ডেস্ক
চেন্নাই থেকে কানপুর—ভেন্যু বদলালেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে বিন্দুমাত্র উন্নতি হয়নি। জয় তো দূরে থাক, বাংলাদেশ ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি। প্রতিবেশী দেশের এমন পারফরম্যান্সে হতভম্ব সুনীল গাভাস্কার-সঞ্জয় মাঞ্জরেকাররা।
বাংলাদেশের ব্যাটারদের নিয়ে সমালোচনাটা হচ্ছে মূলত সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে। কানপুরের গ্রিন পার্কে আড়াই দিন বৃষ্টির পেটে চলে যাওয়ার সত্ত্বেও ম্যাচ বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। গতকাল টেস্টের পঞ্চম দিনে ম্যাচ শেষ হওয়ার পরও ৪০ ওভারের বেশি বাকি ছিল। মুশফিকুর রহিম, মুমিনুল হক ও সাকিব আল হাসান—অভিজ্ঞ এই তিন বাংলাদেশি দায়িত্ব নেওয়ার বদলে উইকেট বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের সমালোচনা করে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় তারা (বাংলাদেশের ব্যাটাররা) হয়তো ভুলে গিয়েছিল, এটা টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময় পাওয়া যায়। এটা তো শেষ দিন ছিল।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ ১৫২ রান করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের গড় ৩৮। যার মধ্যে শান্ত চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলেন ৮২ রান। বাকি ৩ ইনিংসে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। যেখানে কানপুরে দায়িত্ব নিয়ে খেলার বদলে শান্ত বোল্ড হয়েছেন রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে। শান্তকে গিয়ে গাভাস্কার বলেন, ‘শান্তর কয়েকটা শট দেখেছি। ব্যাটে-বলে ঠিকঠাক হলে ভালোই লাগে। তবে যখন সেটা হয় না, তখন মনে হতেই পারে যে কী করতে চাচ্ছে সে (শান্ত)!’
পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ যায় ভারত সফরে। রাওয়ালপিন্ডিতে হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৫৫০ ছাড়িয়েছিল। সেই বাংলাদেশ দল ভারতে চার ইনিংসের মধ্যে সর্বোচ্চ ২৩৪ রান করেছে। ক্রিকইনফোতে বাংলাদেশ দলকে নিয়ে আলোচনা করতে গিয়ে শান্তদের ঐতিহাসিক পাকিস্তান সিরিজ জয়ের কথা উল্লেখ করেছেন মাঞ্জরেকার। ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ বাস্তবতা বুঝতে পেরেছে। টেস্টে নিজেদের সেরা সময়ে থাকতেই এখানে (ভারত) এসেছিল। কয়েকটা ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা (বাংলাদেশ) জিতেছে। পাকিস্তানকে তাদের দেশে হারানো তো অনেক বড় অর্জন।’
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চারে থেকে বাংলাদেশ শুরু করেছিল ভারত সিরিজ। তবে ভারতের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ায় ভালোই ধরা খেয়েছেন শান্তরা। বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার সাত নম্বরে।
চেন্নাই থেকে কানপুর—ভেন্যু বদলালেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে বিন্দুমাত্র উন্নতি হয়নি। জয় তো দূরে থাক, বাংলাদেশ ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি। প্রতিবেশী দেশের এমন পারফরম্যান্সে হতভম্ব সুনীল গাভাস্কার-সঞ্জয় মাঞ্জরেকাররা।
বাংলাদেশের ব্যাটারদের নিয়ে সমালোচনাটা হচ্ছে মূলত সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে। কানপুরের গ্রিন পার্কে আড়াই দিন বৃষ্টির পেটে চলে যাওয়ার সত্ত্বেও ম্যাচ বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। গতকাল টেস্টের পঞ্চম দিনে ম্যাচ শেষ হওয়ার পরও ৪০ ওভারের বেশি বাকি ছিল। মুশফিকুর রহিম, মুমিনুল হক ও সাকিব আল হাসান—অভিজ্ঞ এই তিন বাংলাদেশি দায়িত্ব নেওয়ার বদলে উইকেট বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের সমালোচনা করে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় তারা (বাংলাদেশের ব্যাটাররা) হয়তো ভুলে গিয়েছিল, এটা টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময় পাওয়া যায়। এটা তো শেষ দিন ছিল।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ ১৫২ রান করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের গড় ৩৮। যার মধ্যে শান্ত চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলেন ৮২ রান। বাকি ৩ ইনিংসে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। যেখানে কানপুরে দায়িত্ব নিয়ে খেলার বদলে শান্ত বোল্ড হয়েছেন রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে। শান্তকে গিয়ে গাভাস্কার বলেন, ‘শান্তর কয়েকটা শট দেখেছি। ব্যাটে-বলে ঠিকঠাক হলে ভালোই লাগে। তবে যখন সেটা হয় না, তখন মনে হতেই পারে যে কী করতে চাচ্ছে সে (শান্ত)!’
পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ যায় ভারত সফরে। রাওয়ালপিন্ডিতে হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৫৫০ ছাড়িয়েছিল। সেই বাংলাদেশ দল ভারতে চার ইনিংসের মধ্যে সর্বোচ্চ ২৩৪ রান করেছে। ক্রিকইনফোতে বাংলাদেশ দলকে নিয়ে আলোচনা করতে গিয়ে শান্তদের ঐতিহাসিক পাকিস্তান সিরিজ জয়ের কথা উল্লেখ করেছেন মাঞ্জরেকার। ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ বাস্তবতা বুঝতে পেরেছে। টেস্টে নিজেদের সেরা সময়ে থাকতেই এখানে (ভারত) এসেছিল। কয়েকটা ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা (বাংলাদেশ) জিতেছে। পাকিস্তানকে তাদের দেশে হারানো তো অনেক বড় অর্জন।’
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চারে থেকে বাংলাদেশ শুরু করেছিল ভারত সিরিজ। তবে ভারতের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ায় ভালোই ধরা খেয়েছেন শান্তরা। বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার সাত নম্বরে।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৮ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৯ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৪ ঘণ্টা আগে