হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই মাসেরও বেশি সময় দূরে থাকা স্টোকস এবার ফিরলেন অধিনায়ক হয়েই। তাঁর ফেরার ম্যাচে বাদ পড়লেন ইংল্যান্ডের দুই পেসার।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ আজ ঘোষণা করেছে ইংল্যান্ড। স্টোকসই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন এই টেস্টে। তাঁর সঙ্গে ফিরেছেন ম্যাথু পটস। ইংল্যান্ডের এই পেসার সবশেষ টেস্ট খেলেছেন আগস্ট-সেপ্টেম্বরে। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
স্টোকস-পটস ফেরায় বাদ পড়েছেন ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন। মুলতানে ১১ অক্টোবর শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে অ্যাটকিনসন ও ওকস নিয়েছিলেন ৪ ও ২ উইকেট। সেই ম্যাচটা নাটকীয়ভাবে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানে।
মুলতানে সিরিজের প্রথম টেস্ট দিয়েই টেস্টে অভিষেক হয় ব্রাইডন কার্সের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নেন কার্স। ইংল্যান্ডের এই পেসার আছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশেও।
স্টোকস ফেরায় স্বাভাবিকভাবেই নেতৃত্বে নেই ওলি পোপ। দ্বিতীয় টেস্টে পোপ খেলবেন ব্যাটার হিসেবে। উদ্বোধনী জুটি গড়বেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তিন ও চারে নামবেন পোপ ও জো রুট। মিডল অর্ডারে স্টোকসের সঙ্গে থাকছেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন স্মিথ। ব্রুক সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে স্পিন আক্রমণে থাকছেন জ্যাক লিচ ও শোয়েব বশির। এই টেস্টে ইংল্যান্ডের দুই পেসার পটস ও কার্স। মুলতানে সিরিজের প্রথম টেস্টে লিচ নিয়েছিলেন ৭ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন লিচ।
তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। অফফর্মে থাকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে ‘বিশ্রামের’ মোড়কে বাদ দেওয়া হয়েছে। নাসিমকেও বাদ দেওয়ার ব্যাখ্যায় পিসিবি বলেছে বিশ্রাম। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আবরার আহমেদও বাদ পড়েছেন সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় তাই বাদ দেওয়া হয়েছে এই লেগস্পিনারকে।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, ম্যাথু পটস, শোয়েব বশির
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই মাসেরও বেশি সময় দূরে থাকা স্টোকস এবার ফিরলেন অধিনায়ক হয়েই। তাঁর ফেরার ম্যাচে বাদ পড়লেন ইংল্যান্ডের দুই পেসার।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ আজ ঘোষণা করেছে ইংল্যান্ড। স্টোকসই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন এই টেস্টে। তাঁর সঙ্গে ফিরেছেন ম্যাথু পটস। ইংল্যান্ডের এই পেসার সবশেষ টেস্ট খেলেছেন আগস্ট-সেপ্টেম্বরে। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
স্টোকস-পটস ফেরায় বাদ পড়েছেন ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন। মুলতানে ১১ অক্টোবর শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে অ্যাটকিনসন ও ওকস নিয়েছিলেন ৪ ও ২ উইকেট। সেই ম্যাচটা নাটকীয়ভাবে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানে।
মুলতানে সিরিজের প্রথম টেস্ট দিয়েই টেস্টে অভিষেক হয় ব্রাইডন কার্সের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নেন কার্স। ইংল্যান্ডের এই পেসার আছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশেও।
স্টোকস ফেরায় স্বাভাবিকভাবেই নেতৃত্বে নেই ওলি পোপ। দ্বিতীয় টেস্টে পোপ খেলবেন ব্যাটার হিসেবে। উদ্বোধনী জুটি গড়বেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তিন ও চারে নামবেন পোপ ও জো রুট। মিডল অর্ডারে স্টোকসের সঙ্গে থাকছেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন স্মিথ। ব্রুক সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে স্পিন আক্রমণে থাকছেন জ্যাক লিচ ও শোয়েব বশির। এই টেস্টে ইংল্যান্ডের দুই পেসার পটস ও কার্স। মুলতানে সিরিজের প্রথম টেস্টে লিচ নিয়েছিলেন ৭ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন লিচ।
তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। অফফর্মে থাকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে ‘বিশ্রামের’ মোড়কে বাদ দেওয়া হয়েছে। নাসিমকেও বাদ দেওয়ার ব্যাখ্যায় পিসিবি বলেছে বিশ্রাম। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আবরার আহমেদও বাদ পড়েছেন সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় তাই বাদ দেওয়া হয়েছে এই লেগস্পিনারকে।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, ম্যাথু পটস, শোয়েব বশির
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে