Ajker Patrika

স্টোকসকে ফেরাল ইংল্যান্ড, বাদ ওকস

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৬: ১২
স্টোকসকে ফেরাল ইংল্যান্ড, বাদ ওকস

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই মাসেরও বেশি সময় দূরে থাকা স্টোকস এবার ফিরলেন অধিনায়ক হয়েই। তাঁর ফেরার ম্যাচে বাদ পড়লেন ইংল্যান্ডের দুই পেসার।

মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ আজ ঘোষণা করেছে ইংল্যান্ড। স্টোকসই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন এই টেস্টে। তাঁর সঙ্গে ফিরেছেন ম্যাথু পটস। ইংল্যান্ডের এই পেসার সবশেষ টেস্ট খেলেছেন আগস্ট-সেপ্টেম্বরে। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

স্টোকস-পটস ফেরায় বাদ পড়েছেন ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন। মুলতানে ১১ অক্টোবর শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে  অ্যাটকিনসন ও ওকস নিয়েছিলেন ৪ ও ২ উইকেট। সেই ম্যাচটা নাটকীয়ভাবে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানে।

মুলতানে সিরিজের প্রথম টেস্ট দিয়েই টেস্টে অভিষেক হয় ব্রাইডন কার্সের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নেন কার্স। ইংল্যান্ডের এই পেসার আছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশেও।

স্টোকস ফেরায় স্বাভাবিকভাবেই নেতৃত্বে নেই ওলি পোপ। দ্বিতীয় টেস্টে পোপ খেলবেন ব্যাটার হিসেবে। উদ্বোধনী জুটি গড়বেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তিন ও চারে নামবেন পোপ ও জো রুট। মিডল অর্ডারে স্টোকসের সঙ্গে থাকছেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন স্মিথ। ব্রুক সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে স্পিন আক্রমণে থাকছেন জ্যাক লিচ ও শোয়েব বশির। এই টেস্টে ইংল্যান্ডের দুই পেসার পটস ও কার্স। মুলতানে সিরিজের প্রথম টেস্টে লিচ নিয়েছিলেন ৭ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন লিচ।

তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। অফফর্মে থাকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে ‘বিশ্রামের’ মোড়কে বাদ দেওয়া হয়েছে। নাসিমকেও বাদ দেওয়ার ব্যাখ্যায় পিসিবি বলেছে বিশ্রাম। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আবরার আহমেদও বাদ পড়েছেন সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় তাই বাদ দেওয়া হয়েছে এই লেগস্পিনারকে।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের  দ্বিতীয় টেস্টের একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি,  ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, ম্যাথু পটস,  শোয়েব বশির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত