লর্ডসের রোমাঞ্চ কি ফিরবে আবুধাবিতে
সময়, টুর্নামেন্ট, সংস্করণ–সবই ভিন্ন। সেটি ছিল ৫০ ওভারের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ। এবার লড়াইটা ২০ ওভারের। সে মহারণ হয়েছিল লর্ডসে, এবার খেলাটা আবুধাবিতে। তবু লর্ডসের সেই ফাইনালটা ঘুরেফিরে এল এউইন মরগান আর কেন উইলিয়ামসনের সংবাদ সম্মেলনে। গতকাল দুই অধিনায়ককে একাধিকবার বলতে হলো ২০১৯ বিশ্বকাপের সেই ফাইনাল