Ajker Patrika

তিন ঘণ্টার জন্য শত্রু তাঁরা

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২৩: ৩৯
তিন ঘণ্টার জন্য শত্রু তাঁরা

শত্রু তুমি, বন্ধু তুমি
তুমি আমার সাধনা
তোমার দেওয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা। 

এত দিন পর ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গারকে একসঙ্গে দেখে আবদুল জব্বারের জনপ্রিয় গানটি মনে পড়তে পারে যে কারও! 

এক সময় অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী জুটিতে ত্রাস ছড়াতেন হেইডেন ও ল্যাঙ্গার। টেস্ট ওপেনিংয়ে দেশটির অন্যতম সেরাও ভাবা হয় তাঁদের। সেই বন্ধুপ্রতিম সতীর্থদেরই এবার দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে! 

সাড়ে ৩ বছরেরও বেশি সময় ধরে অজিদের হেড কোচ ল্যাঙ্গার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হেইডেনকে ব্যাটিং কোচ বানিয়ে এনেছে পাকিস্তান। দুবাইয়ে বৃহস্পতিবার দুই দল মুখোমুখি হচ্ছে ফাইনালে ওঠার লড়াইয়ে। সে লড়াইয়ের আগে হোটেলে দেখা হয়ে গেল সাবেক সতীর্থ হেইডেন-ল্যাঙ্গারের। 

বন্ধুর বিপক্ষে লড়াই নিয়ে বেশ রোমাঞ্চিত ল্যাঙ্গার। ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলদের ‘হেড স্যার’ বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই একে-অপরকে বার্তা দিয়ে যাচ্ছি। সে (হেইডেন) দায়িত্বটা (পাকিস্তানের ব্যাটিং পরামর্শক) বেশ উপভোগ করছে। আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।’ 

ল্যাঙ্গার আরও বলেছেন, ‘দীর্ঘ দিন পর ওর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। আমাদের সম্পর্কটা মধুর। তবে বৃহস্পতিবার রাতে (সেমিফাইনালে) ৩ ঘণ্টার জন্য আমরা বন্ধুত্বকে দূরে সরিয়ে রাখছি। আশা করি বেশ মজা হবে।’ 

অস্ট্রেলিয়ার সোনালি সময়ে ১১৩ ইনিংসে গোড়াপত্তন করেছেন হেইডেন-ল্যাঙ্গার। ৫১.৮৮ গড়ে দুজনে মিলে করেছেন ৫৬৫৫ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

তিন হলে ভোট গণনা শেষ, কেন্দ্রের ফল ১৪ ঘণ্টা পর

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত