শত্রু তুমি, বন্ধু তুমি
তুমি আমার সাধনা
তোমার দেওয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা।
এত দিন পর ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গারকে একসঙ্গে দেখে আবদুল জব্বারের জনপ্রিয় গানটি মনে পড়তে পারে যে কারও!
এক সময় অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী জুটিতে ত্রাস ছড়াতেন হেইডেন ও ল্যাঙ্গার। টেস্ট ওপেনিংয়ে দেশটির অন্যতম সেরাও ভাবা হয় তাঁদের। সেই বন্ধুপ্রতিম সতীর্থদেরই এবার দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে!
সাড়ে ৩ বছরেরও বেশি সময় ধরে অজিদের হেড কোচ ল্যাঙ্গার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হেইডেনকে ব্যাটিং কোচ বানিয়ে এনেছে পাকিস্তান। দুবাইয়ে বৃহস্পতিবার দুই দল মুখোমুখি হচ্ছে ফাইনালে ওঠার লড়াইয়ে। সে লড়াইয়ের আগে হোটেলে দেখা হয়ে গেল সাবেক সতীর্থ হেইডেন-ল্যাঙ্গারের।
বন্ধুর বিপক্ষে লড়াই নিয়ে বেশ রোমাঞ্চিত ল্যাঙ্গার। ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলদের ‘হেড স্যার’ বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই একে-অপরকে বার্তা দিয়ে যাচ্ছি। সে (হেইডেন) দায়িত্বটা (পাকিস্তানের ব্যাটিং পরামর্শক) বেশ উপভোগ করছে। আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।’
ল্যাঙ্গার আরও বলেছেন, ‘দীর্ঘ দিন পর ওর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। আমাদের সম্পর্কটা মধুর। তবে বৃহস্পতিবার রাতে (সেমিফাইনালে) ৩ ঘণ্টার জন্য আমরা বন্ধুত্বকে দূরে সরিয়ে রাখছি। আশা করি বেশ মজা হবে।’
অস্ট্রেলিয়ার সোনালি সময়ে ১১৩ ইনিংসে গোড়াপত্তন করেছেন হেইডেন-ল্যাঙ্গার। ৫১.৮৮ গড়ে দুজনে মিলে করেছেন ৫৬৫৫ রান।
শত্রু তুমি, বন্ধু তুমি
তুমি আমার সাধনা
তোমার দেওয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা।
এত দিন পর ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গারকে একসঙ্গে দেখে আবদুল জব্বারের জনপ্রিয় গানটি মনে পড়তে পারে যে কারও!
এক সময় অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী জুটিতে ত্রাস ছড়াতেন হেইডেন ও ল্যাঙ্গার। টেস্ট ওপেনিংয়ে দেশটির অন্যতম সেরাও ভাবা হয় তাঁদের। সেই বন্ধুপ্রতিম সতীর্থদেরই এবার দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে!
সাড়ে ৩ বছরেরও বেশি সময় ধরে অজিদের হেড কোচ ল্যাঙ্গার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হেইডেনকে ব্যাটিং কোচ বানিয়ে এনেছে পাকিস্তান। দুবাইয়ে বৃহস্পতিবার দুই দল মুখোমুখি হচ্ছে ফাইনালে ওঠার লড়াইয়ে। সে লড়াইয়ের আগে হোটেলে দেখা হয়ে গেল সাবেক সতীর্থ হেইডেন-ল্যাঙ্গারের।
বন্ধুর বিপক্ষে লড়াই নিয়ে বেশ রোমাঞ্চিত ল্যাঙ্গার। ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলদের ‘হেড স্যার’ বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই একে-অপরকে বার্তা দিয়ে যাচ্ছি। সে (হেইডেন) দায়িত্বটা (পাকিস্তানের ব্যাটিং পরামর্শক) বেশ উপভোগ করছে। আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।’
ল্যাঙ্গার আরও বলেছেন, ‘দীর্ঘ দিন পর ওর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। আমাদের সম্পর্কটা মধুর। তবে বৃহস্পতিবার রাতে (সেমিফাইনালে) ৩ ঘণ্টার জন্য আমরা বন্ধুত্বকে দূরে সরিয়ে রাখছি। আশা করি বেশ মজা হবে।’
অস্ট্রেলিয়ার সোনালি সময়ে ১১৩ ইনিংসে গোড়াপত্তন করেছেন হেইডেন-ল্যাঙ্গার। ৫১.৮৮ গড়ে দুজনে মিলে করেছেন ৫৬৫৫ রান।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৭ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২০ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে