ভক্তকে গ্লাভস উপহার দিয়ে শেষের ইঙ্গিত দিলেন গেইল
চোখে সানগ্লাস আর মাথায় মেরুন রঙের ক্যাপ উল্টো করে পরে গ্যালারির রেলিংয়ের কাছে এলেন ক্রিস গেইল। এরপর হাসিমুখে দর্শকদের দিকে বাড়িয়ে দিলেন নিজের ব্যাটিং গ্লাভস। মাঠ ও মাঠের বাইরে ক্যারিবীয় ব্যাটিং দানবের চরিত্র এমনই বৈচিত্র্যময়। শুধু পারফরম্যান্স দিয়ে দলকে জেতানো নয়, দর্শকদের নিখাদ বিনোদন দেওয়াও দায়িত্