Ajker Patrika

নিউজিল্যান্ডের হার অনেক বিতর্কের জন্ম দেবে, বলছেন শোয়েব

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৫: ৫১
নিউজিল্যান্ডের হার অনেক বিতর্কের জন্ম দেবে, বলছেন শোয়েব

সেমিফাইনালে যেতে কাল নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে ভারতকে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে রাতের নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে। নিউজিল্যান্ড জিতে গেলে সে ক্ষেত্রে ব্যাগ গুছিয়ে দেশের বিমান ধরতে হবে বিরাট কোহলিদের। এই ম্যাচে যেমন ভারতের চোখ থাকবে, তেমনি পুরো ক্রিকেট বিশ্বেরও। জোর আলোচনা হচ্ছে এই ম্যাচকে ঘিরে। সেই আলোচনায় যোগ হলেন শোয়েব আখতারও।

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অনেক প্রশ্নের জন্ম দেবে বলে মনে করেন শোয়েব। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েছে ভারত। শেষ দুই ম্যাচে আফগানিস্তান আর স্কটল্যান্ডকে হারিয়েছে তারা। এই দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে যাওয়ার কঠিন সমীকরণে দাঁড়িয়ে আছেন কোহলি-রোহিতরা। যেটা অনেকটাই আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের ওপর ঝুলে আছে। 

এই ম্যাচ নিয়ে সাবেক পাকিস্তান গতিতারকা শোয়েব বলেছেন, ‘ভারতের ভাগ্য এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। আমি সতর্ক করছি, যদি নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারে, তাহলে অনেক প্রশ্নের জন্ম হবে। আমি ভয় পাচ্ছি, এটা আরেকটা আলোচিত বিষয় হতে যাচ্ছে। আমি কোনো বিতর্কে যেতে চাইছি না, কিন্তু নিউজিল্যান্ড ইস্যুতে পাকিস্তানিরা এই মুহূর্তে অনেক বেশি উত্তেজিত।’ 

তবে এই ম্যাচে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন শোয়েব। বলেছেন, ‘আমি মনে করি, নিউজিল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। কিন্তু তারা যদি ভালো না খেলে এবং ম্যাচটা না জেতে, তাহলে সমস্যা হয়ে যাবে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমকে রুখতে পারবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত