Ajker Patrika

পাকিস্তান কাউকে ভয় পায় না, হাফিজের হুংকার

পাকিস্তান কাউকে ভয় পায় না, হাফিজের হুংকার

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক রকম অপ্রতিরোধ্য পাকিস্তান। টানা চার ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে আজ শেষ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার হলেও ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছেন না মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার জানিয়েছেন, শতভাগ জয় নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ চারের লড়াইয়ে নামতে চান তারা। 

দুবাইয়ে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০১০ আসরের সেমিতে এই অজিদের কাছে হেরেই ফাইনালের স্বপ্ন চুরমার হয়েছিল পাকিস্তানের। তবে এবার ভুল করতে চান না হাফিজ। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের উদ্দেশ্যে হুংকার দিলেন তিনি, ‘সত্যি বলতে যখন ক্রিকেট ম্যাচ নিয়ে কথা বলি, তখন প্রতিপক্ষ কারা সেটা কোনো ব্যাপার না। যেই সামনে আসুক আমরা প্রস্তুত। আমরা বেশ আত্মবিশ্বাসী। আমাদের পারফরম্যান্সও ভালো।’ 

এই মুহূর্তে অবশ্য স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচেই মনোযোগ দিতে চান হাফিজ, ‘এখন আমাদের সামনে স্কটল্যান্ড। সেই ম্যাচেও একই আত্মবিশ্বাস ও প্রত্যয়ের সঙ্গে লড়াই করতে চাই। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ জেতা। শিরোপার কাছাকাছিই আছি আমরা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত