Ajker Patrika

সেমির লড়াইয়ে টিকে থাকল অস্ট্রেলিয়া

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২১: ৫৪
সেমির লড়াইয়ে টিকে থাকল অস্ট্রেলিয়া

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। এই জয়ে সেমিফাইনালে ওঠার পথে নিজেদের কাজটা ভালোভাবেই সেরে রাখল অ্যারন ফিঞ্চের দল। বাকিটা নির্ভর করবে রাতে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের ফলের ওপর। এই ম্যাচের পরেই নিশ্চিত হয়ে যাবে গ্রুপ-১ এর সেমিফাইনালে লাইন আপ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। দলীয় ৩৩ রানের আকিল হোসেনের বলে ৯ রান করে বোল্ড হন ফিঞ্চ। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। জয় থেকে ১ রান দূরে থাকতে ফেরেন মার্শ। ৩২ বলে ৫৩ করা মার্শ ক্রিস গেইলের বলে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৮৯ রানে অপরাজিত থাকা ওয়ার্নার ২২ বল বাকি থাকতে রোস্টন চেজকে চার মেরে জয় নিশ্চিত করেন। 

আজকের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল নিয়ম রক্ষার। ডোয়াইন ব্রাভোর জন্য অবশ্য কিছুটা স্মরণীয়। এই ম্যাচ দিয়ে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই গেইলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারের প্রথম বলে প্যাট কামিন্সকে ছয় হাঁকিয়ে পরের বলেই ব্যাটের কানায় লেগে বোল্ড হন ক্যারিবীয় ক্রিকেটের অন্যতম সেরা এই বিজ্ঞাপন। ৯ বলে ১৫ রান করে মাঠ ছাড়ার সময় হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে গেইল শেষের ইঙ্গিতও দিয়ে রাখেন।

পরের ওভারে জশ হ্যাজেলউড ফেরান নিকোলাস পুরান (৪) ও রোস্টন চেজ (০)। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ধাক্কা খায় উইন্ডিজ। চতুর্থ উইকেট জুটিতে এভিন লুইস ও শিমরন হেটমায়ার ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন। দলীয় ৭০ রানে লুইস আউট হলে ভাঙে এই দুজনের ৩৫ রানের জুটি। পরে হেটমায়ারও বেশিক্ষণ টিকতে পারেননি। ফিরেছেন ২৮ বলে ২৭ রান করে। 

নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্রাভো আলো ছড়াতে পারেননি। ফিরেছেন ১০ রান করে। শেষ দিকে আন্দ্রে রাসেলের ৭ বলে ১৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৭ রানের পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত