প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপে টিকে থাকার ব্যাটনটা নিজেদের হাতছাড়া করে ভারত। পরের দুই ম্যাচে বড় জয় নিয়েও তাই স্বস্তিতে থাকতে পারছে না দলটি। আজ রোববার নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালে বিশ্বকাপে দর্শক হয়ে যেতে হবে ভারতকে। আগামীকাল সোমবার নামিবিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটি তখন শুধুই নিয়মরক্ষার। এমনকি বড় জয়ে বাড়িয়ে নেওয়া রানরেটও তখন ভারতের জন্য সান্ত্বনা হয়ে থাকবে।
পাকিস্তানের কাছে হারলেও ভারত, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে হারালে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৬। আর কোনো হিসাব ছাড়াই সেমিফাইনালে যাবে কেন উইলিয়ামসনের দল। গতকাল স্কটল্যান্ড ম্যাচের পরও এ বিষয় নিয়ে কথা বলতে হয়েছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। নিউজিল্যান্ড জিতে গেলে কী করবেন জানতে চাইলে জাদেজা বলেন, ‘আর কী করব! ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাব। আর কী করার আছে!’
আর আফগানিস্তান যদি এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তবে ভারতের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠবে। তখন নামিবিয়াকে কীভাবে হারালে ভারত সেমিতে যেতে পারবে. সেই সমীকরণও সামনে আসবে। দুই বড় জয়ে ভারত এখন রানরেটের দিক থেকে বেশ এগিয়েই আছে। তবে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে, সে ক্ষেত্রে সম্ভাবনা থাকবে তাদেরও। সব মিলিয়ে আজ নিউজিল্যান্ড ম্যাচের পরই অনেক সমীকরণ স্পষ্ট হয়ে যাবে।
শুধু এই তিন দলেরই নয়, এই ম্যাচে চোখ আছে অন্যদেরও। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের ভাগ্য এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। আমি সতর্ক করছি, যদি নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারে, তাহলে অনেক কথা হবে।’
প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপে টিকে থাকার ব্যাটনটা নিজেদের হাতছাড়া করে ভারত। পরের দুই ম্যাচে বড় জয় নিয়েও তাই স্বস্তিতে থাকতে পারছে না দলটি। আজ রোববার নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালে বিশ্বকাপে দর্শক হয়ে যেতে হবে ভারতকে। আগামীকাল সোমবার নামিবিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটি তখন শুধুই নিয়মরক্ষার। এমনকি বড় জয়ে বাড়িয়ে নেওয়া রানরেটও তখন ভারতের জন্য সান্ত্বনা হয়ে থাকবে।
পাকিস্তানের কাছে হারলেও ভারত, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে হারালে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৬। আর কোনো হিসাব ছাড়াই সেমিফাইনালে যাবে কেন উইলিয়ামসনের দল। গতকাল স্কটল্যান্ড ম্যাচের পরও এ বিষয় নিয়ে কথা বলতে হয়েছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। নিউজিল্যান্ড জিতে গেলে কী করবেন জানতে চাইলে জাদেজা বলেন, ‘আর কী করব! ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাব। আর কী করার আছে!’
আর আফগানিস্তান যদি এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তবে ভারতের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠবে। তখন নামিবিয়াকে কীভাবে হারালে ভারত সেমিতে যেতে পারবে. সেই সমীকরণও সামনে আসবে। দুই বড় জয়ে ভারত এখন রানরেটের দিক থেকে বেশ এগিয়েই আছে। তবে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে, সে ক্ষেত্রে সম্ভাবনা থাকবে তাদেরও। সব মিলিয়ে আজ নিউজিল্যান্ড ম্যাচের পরই অনেক সমীকরণ স্পষ্ট হয়ে যাবে।
শুধু এই তিন দলেরই নয়, এই ম্যাচে চোখ আছে অন্যদেরও। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের ভাগ্য এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। আমি সতর্ক করছি, যদি নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারে, তাহলে অনেক কথা হবে।’
বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
৯ মিনিট আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো ম্যাচ খেলেনি। নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ তো থেমে নেই। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানেরও তাই পরিবর্তন হচ্ছে।
২ ঘণ্টা আগে