Ajker Patrika

ভারতকে দুশ্চিন্তায় রেখে ১২৪ রানে থামল আফগানরা

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ০৭
ভারতকে দুশ্চিন্তায় রেখে ১২৪ রানে থামল আফগানরা

আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে নিশ্চিতভাবেই তাকিয়ে আছে শত কোটি ভারতীয় সমর্থক। আর এই ম্যাচে আফগানদের জয় প্রার্থনা করছে তারা। ভারতের সেমিফাইনালে উঠতে আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডকে যে হারতেই হবে। প্রথম ইনিংস শেষে আফগানদের লক্ষ্য দেখে ভারতীয়দের কপালে হয়তো এখন চিন্তার ভাঁজ! জয়ের জন্য মোহাম্মদ নবীর দল নিউজিল্যান্ডকে ১২৫ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি। 

টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি আর অ্যাডাম মিলনের পেস তোপে শুরুতে সুবিধা করতে পারেননি আফগানরা। ৮ রানে মোহাম্মদ শেহজাদ আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। ১১ বলে ৪ রান করা শেহজাদ মিলনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। পরে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরেছেন হজরতুল্লাহ জাজাই (২) আর রহমানুল্লাহ গুরবাজ (৬)। 

 ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে নাজবউল্লাহ জাদরান ও গুলবাদিন নাইব ২৯ বলে ৩৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান। দলীয় ৫৬ রানে ইশ সোধির অনেক বাহিরের বল টেনে এনে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হোন নাইব (১৮)। পরে মোহাম্মদ নবীকে নিয়ে এগোতে থাকেন জাদরান। পঞ্চম উইকেটে এই দুজন যোগ করেন ৪৮ বলে ৫৯। 

ব্যক্তিগত ১৪ রান করে নবী সাউদিকে ফিরতি ক্যাচ দেওয়ার বেশিক্ষণ টিকতে পারেননি জাদরানও (৭৩)। বোল্টের বলে দৌড়ে এসে লং অফে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন জিমি নিশাম। ১ বলেই পরে কারিম জানাতকে সোধির হাতে ক্যাচ বানান বোল্ট। ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১১৫ তোলা আফগানিস্তান শেষ দুই ওভারে যোগ করতে পেরেছিল ৯ রান। শেষ ওভারে নিশাম তো ২ রান দিয়ে শেষ বলে ফিরিয়েছেন রশিদকে। শেষ পর্যন্ত আফগানিস্তান থামে ৮ উইকেটে ১২৪ রানে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত