Ajker Patrika

বাংলাদেশের মতো ‘ভাগ্যকে’ পাশে পেল না শ্রীলঙ্কা

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ৫১
বাংলাদেশের মতো ‘ভাগ্যকে’ পাশে পেল না শ্রীলঙ্কা

এবারের বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই প্রথম রাউন্ড খেলে সুপার টুয়েলভে ওঠে। তবে এক বছরের ব্যবধানে অস্ট্রেলিয়ায় পরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের মতো সেই সৌভাগ্য হচ্ছে না শ্রীলঙ্কার। র‍্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে ২০২২ বিশ্বকাপেও প্রথম রাউন্ডের বৈতরণি পার হতে হবে লঙ্কানদের। 

গতকাল সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই জয়েই ভাগ্য খোলে বাংলাদেশের। ফলে র‍্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে থাকছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকার সুবাদে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। 

বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারলেও ঠিকই সেটা করে দিয়েছে অস্ট্রেলিয়া! তবে সুপার টুয়েলভ পর্বে দুর্দান্ত খেলে দুই ম্যাচ জিতেও সেই সৌভাগ্য হচ্ছে না শ্রীলঙ্কার। 

কদিন আগে ২০২২ বিশ্বকাপের দল বাছাইয়ের নতুন নিয়মের কথা জানায় আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, চলতি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ও ১৫ নভেম্বর পর্যন্ত শীর্ষে থাকা ছয় দলকে নিয়ে হবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ। সহজ কথায়, র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে ৯ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। 

তবে কাল অস্ট্রেলিয়ার জয় বাংলাদেশকে আটে তুলে দিয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে র‍্যাঙ্কিংয়ের ১০-এ নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর শ্রীলঙ্কার অবস্থান নবম। যদিও দুই দলের রেটিং পয়েন্ট সমান ২৩২! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত