Ajker Patrika

সেমিফাইনালে ভাগ্য গড়ে দিতে পারেন যাঁরা

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৪: ২৫
সেমিফাইনালে ভাগ্য গড়ে দিতে পারেন যাঁরা

বিশ্বকাপে সুপার টুয়েলভের জমজমাট লড়াইয়ের পর নির্ধারিত হয়েছে সেমিফাইনালের লাইনআপ। আগামীকাল প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বৃহস্পতিবার অন্য সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে চার দলেরই সেরা তারকারা দারুণ ছন্দে ছিলেন। সেমির লড়াইয়ে দলগুলো তাকিয়ে থাকবে তাঁদের দিকে। তবে বিশেষ কেউ হয়তো নিজের দিনে নায়ক হয়ে উঠবেন। তেমনই সম্ভাব্য চারজনকে নিয়ে এই আয়োজন।

জস বাটলার

ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপজয়ী দুই তারকা বেন স্টোকস আর জফরা আর্চারের অনুপস্থিতিতে এবার ইংলিশদের বড় ভরসা ছিলেন জস বাটলার। নিজের দিনে প্রতিপক্ষকে একাই দুমড়েমুচড়ে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি। সুপার টুয়েলভেও নিজের সেই বিধ্বংসী রূপ দেখিয়েছেন তিনি। ৫ ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ১২০ গড়ে করেছেন ২৪০ রান। বাটলারের স্ট্রাইক রেটও চোখধাঁধানো (১৫৫.৮৪)। সুপার টুয়েলভে সবচেয়ে বেশি ১৩টি ছক্কাও মেরেছেন তিনি। সেমিফাইনালেও চোখ থাকবে বাটলারের ওপর।

ট্রেন্ট বোল্ট

শুরুতে বাটলার-ঝড় থামাতে নিউজিল্যান্ডের তুরুপের তাস হতে পারেন ট্রেন্ট বোল্ট। প্রায় প্রতি ম্যাচেই বল হাতে ঝড় তুলেছেন এই কিউই পেসার। নিউজিল্যান্ডের সেমিফাইনালের ওঠার পথেও দারুণ অবদান রেখেছেন বোল্ট। টিম সাউদির সঙ্গে জুটি গড়ে ইংল্যান্ডের বিপক্ষেও নতুন বলে ধাক্কা দিতে প্রস্তুত থাকবেন তিনি। ৫ ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ১১ উইকেট। ৫.৮৪-এর ইকোনমিও দারুণ। দলের যখনই প্রয়োজন হচ্ছে, জ্বলে উঠতে দেখা যাচ্ছে বোল্টকে। সেমিফাইনালেও তাঁকে নিয়ে আলাদা পরিকল্পনা রাখতে হবে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানকে। নয়তো ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন এই বাঁহাতি পেসার।

fffবাবর আজম

অবিশ্বাস্য ছন্দে আছেন বাবর আজম। পাকিস্তানের হয়ে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের চারটিতেই পেয়েছেন ফিফটি। ওপেনিং প্রতি ম্যাচেই দলের সুর বেঁধে দিয়েছেন বাবর। শুধু ব্যাটিয়েই নয়, প্রথমবার বড় মঞ্চে নেতৃত্ব দিয়েও এখন পর্যন্ত সফল বাবর। সামনে থেকে নেতৃত্ব দিয়ে পাকিস্তান দলকে একসূত্রে বেঁধে রেখেছেন তিনি। অভিষেকের পর থেকেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার প্রতীক হয়ে আছেন ২৭ বছর বয়সী এ ব্যাটার। এখন আর বাকি দুই ম্যাচে সেই অদম্য বাবরকে দেখতে চাইবেন সমর্থকেরা। ৫ ম্যাচে ৬৬ গড়ে সর্বোচ্চ ২৬৪ রান করেছেন পাকিস্তানি অধিনায়ক।

ডেভিড ওয়ার্নার

ছন্দহীনতার কারণে বাদ পড়েছিলেন আইপিএলের একাদশ থেকে। বিশ্বকাপের আগেও তাঁকে নিয়ে ছিল নানা সমালোচনা। তবে সুপার টুয়েলভেই ডেভিড ওয়ার্নার বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। ব্যাটিংয়ে নিজের দিনে চাইলেই যেকোনো বোলারকে কচুকাটা করতে পারেন তিনি। ৫ ম্যাচে ২ ফিফটিতে ৮৯ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানসংগ্রাহকও (১৮৭) তিনি। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষেও অস্ট্রেলিয়ার বড় ভরসা হবেন বাঁহাতি এই ওপেনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত