Ajker Patrika

প্রতিভায় ‘উপচে’ পড়া পাকিস্তানকে ফেবারিট মানছেন হাসি

প্রতিভায় ‘উপচে’ পড়া পাকিস্তানকে ফেবারিট মানছেন হাসি

আরব আমিরাতে বিশ্বকাপের আগেভাগে পাকিস্তানকে সম্ভাব্য ফাইনালিস্ট বলে ধরে নিয়েছিলেন ক্রিকেট বিশ্লেষকেরা। আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠে সেই অনুমানকে সত্যি করার পথে বাবর আজমরা। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী পরশু শেষ চারে অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান। 

সুপার টুয়েলভে পাকিস্তানের কাছে পাত্তা পায়নি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, নিউজিল্যান্ডের মতো পরাশক্তিরা। দলটির ব্যাটার-বোলার সবাই আছেন দুর্দান্ত ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে তাই বাবরদের এগিয়ে রাখছেন সাবেক অজি ব্যাটার ডেভিড হাসি। 

এবিসি ডট নেটকে দেওয়া সাক্ষাৎকারে হাসি ভাইদের ছোটজন বলেছেন, ‘আসরের সেরা ফেবারিটদের একটি পাকিস্তান। দলটিতে প্রতিভার অভাব নেই। বাবর আজম- মোহাম্মদ রিজওয়ানদের মতো ব্যাটার আছে। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকদের মতো ব্যাটাররা এখনো দলকে দিয়ে যাচ্ছে।’

বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের কোচ হিসেবে পাকিস্তানি পেসার হারিস রউফকে ভালোই জানা হাসির। রউফের সঙ্গে শাহিন শাহ আফ্রিদির মতো গতিশীল পেসাররা অজি ব্যাটারদের ভালোই বিপদে ফেলতে পারেন বলে ধারণা হাসির, ‘বোলিংয়ের দিক থেকে পাকিস্তান খুবই ভারসাম্যপূর্ণ এক দল। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো পেসাররা আছে। তাদের স্পিনাররাও দারুণ। আফ্রিদি একজন গতিদানব। অনেকটা মিচেল স্টার্কের শুরুর দিককার মতো। ভালো ইয়র্কার দিতে পারে, উইকেট নিতে জানে। ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছে সে। অস্ট্রেলিয়াকে যদি জিততে হয় তাহলে আফ্রিদির বিপক্ষে অবশ্যই খুব ভালো খেলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত