সেমিফাইনালে জ্বলে ওঠা তার অভ্যাস। টানা দুই বিশ্বকাপের সেমিতে হেসেছে ব্যাট, জেসন রয় হয়তো জ্বলে উঠতেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও। কিন্তু এবার আর সেই সুযোগ পাচ্ছেন না ইংলিশ ওপেনার। কাফ মাসলের ইনজুরিতে কিউইদের বিপক্ষে বুধবার খেলতে পারবেন না রয়।
গত পরশু শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে রান নিতে গিয়ে চোটে পড়েন রয়। মাঠ ছাড়তে হয়েছে সতীর্থদের কাঁধে চেপে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে কাফ মাসল ছিড়ে গেছে তার। রয়ের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রয় খেলেছিলেন ৪৪ বলে ৭৮ রানের ইনিংস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে করেছিলেন ৬৫ বলে ৮৫ রান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান রয়ের। পাঁচ ম্যাচে করেছেন ১২৩ রান।
বিশ্বকাপে খেলতে না পারার যন্ত্রণা আছে। চোট নিয়েই পুনর্বাসন শুরু করে দিয়েছেন রয়। চোট কাটিয়ে খেলতে চান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ৩১ বছর বয়সী ওপেনার বলছেন, ‘আমার কাফ মাসল ছিঁড়ে গেছে। তারপরও আমার সর্বোচ্চ চেষ্টাটাই চলছে। যতটা সম্ভব চেষ্টা করব আগামী বছর ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার।’
জেমস ভিন্স ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে খেলানো হতে পারে মিডল অর্ডার ব্যাটার স্যাম বিলিংসকে। বিলিংকে মাঝে খেলিয়ে জস বাটলারের উদ্বোধনী সঙ্গী হতে পারেন জনি বেয়ারস্টো কিংবা ডেভিড মালান।
সেমিফাইনালে জ্বলে ওঠা তার অভ্যাস। টানা দুই বিশ্বকাপের সেমিতে হেসেছে ব্যাট, জেসন রয় হয়তো জ্বলে উঠতেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও। কিন্তু এবার আর সেই সুযোগ পাচ্ছেন না ইংলিশ ওপেনার। কাফ মাসলের ইনজুরিতে কিউইদের বিপক্ষে বুধবার খেলতে পারবেন না রয়।
গত পরশু শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে রান নিতে গিয়ে চোটে পড়েন রয়। মাঠ ছাড়তে হয়েছে সতীর্থদের কাঁধে চেপে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে কাফ মাসল ছিড়ে গেছে তার। রয়ের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রয় খেলেছিলেন ৪৪ বলে ৭৮ রানের ইনিংস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে করেছিলেন ৬৫ বলে ৮৫ রান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান রয়ের। পাঁচ ম্যাচে করেছেন ১২৩ রান।
বিশ্বকাপে খেলতে না পারার যন্ত্রণা আছে। চোট নিয়েই পুনর্বাসন শুরু করে দিয়েছেন রয়। চোট কাটিয়ে খেলতে চান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ৩১ বছর বয়সী ওপেনার বলছেন, ‘আমার কাফ মাসল ছিঁড়ে গেছে। তারপরও আমার সর্বোচ্চ চেষ্টাটাই চলছে। যতটা সম্ভব চেষ্টা করব আগামী বছর ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার।’
জেমস ভিন্স ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে খেলানো হতে পারে মিডল অর্ডার ব্যাটার স্যাম বিলিংসকে। বিলিংকে মাঝে খেলিয়ে জস বাটলারের উদ্বোধনী সঙ্গী হতে পারেন জনি বেয়ারস্টো কিংবা ডেভিড মালান।
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
৫ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৮ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৯ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৯ ঘণ্টা আগে