Ajker Patrika

‘বাংলাদেশি ক্রিকেটাররা খেলতেই চায়নি’

‘বাংলাদেশি ক্রিকেটাররা খেলতেই চায়নি’

হতাশা আর লজ্জা দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ দলের এবারকার টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলভে বাংলাদেশই একমাত্র টেস্ট খেলুড়ে দল যারা পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি। মাহমুদউল্লাহরা টানা দুই ম্যাচে অলআউট হয়েছেন ১০০ রানের নিচে। বাংলাদেশ দলের সমর্থকেরা তাতে যেমন প্রচণ্ড ক্ষুব্ধ, একই সঙ্গে ভীষণ রকম হতাশ। 

ঠিক কী কারণে বিশ্বকাপে বাংলাদেশের এমন হাল- এর পেছনে নানা কারণ খুঁজে বের করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হকরা দায় দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) অপরিকল্পিত ব্যবস্থাপনাকে। উল্টোপিঠে দক্ষিণ আফ্রিকার সাবেক গতি দানব ডেল স্টেইনের চোখে খলনায়ক স্বয়ং বাংলাদেশের ক্রিকেটারেরাই!

মাঠের ক্রিকেটকে বিদায় জানিয়ে বিশ্বকাপে ক্রিকেট পণ্ডিত হিসেবে নিজেকে নতুন পরিচয়ে রাঙাচ্ছেন ‘স্টেইন গান’। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। কিছুদিন আগে সাকিব-মুশফিকদের দেশের বাইরে বেশি বেশি টি-টোয়েন্টি খেলার পরামর্শ দিয়েছিলেন। এবার তাঁর কাঠগড়ায় বাংলাদেশি ক্রিকেটারেরাই। 

বিশ্বকাপ উপলক্ষে এক টিভি অনুষ্ঠানের ধারাভাষ্যকার প্যানেলে আছেন স্টেইন। ধারাভাষ্য কক্ষে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বাংলাদেশি ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক প্রোটিয়া পেসার।

কী কারণে মুশফিক-মাহমুদউল্লাহদের এমন ভরাডুবি, বাংলাদেশি ভক্তের এমন প্রশ্নের জবাবে স্টেইন বলেছেন, ‘বিশ্বকাপে যেমন পারফরম্যান্স হয়েছে, বাংলাদেশি ক্রিকেটারেরা বাস্তবে এর চেয়ে যথেষ্ট ভালো খেলোয়াড়। ব্যবস্থাপনাকে দোষ না দিয়ে খেলোয়াড়দেরই দায় নিতে হবে। হয় আপনাকে খেলতে হবে, নয়তো নয়। বাংলাদেশের ক্রিকেটারেরা কেউই খেলতে চায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত