Ajker Patrika

স্কটিশদের নিয়ে হারিসের জন্মদিন পালন করল পাকিস্তান

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ১৯
স্কটিশদের নিয়ে হারিসের জন্মদিন পালন করল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ, ওমান, পাপুয়া নিউ গিনিকে হারিয়ে শীর্ষ দল হিসেবে বি গ্রুপ থেকে সুপার টুয়েলভে এসেছিল স্কটল্যান্ড। সুপার টুয়েলভে কোনো ম্যাচে জয় না পেলেও ভরডরহীন ক্রিকেট খেলেছে স্কটল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দিনটি স্মরণীয় হয়ে থাকল কাইল কোয়েটজারের দলের কাছে। 

গতকাল রোববার ছিল পাকিস্তানি পেসার হারিস রউফের ২৮ তম জন্মদিন। শারজায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে কেক কেটে হারিসের জন্মদিন পালন করা হয়। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে যোগ দিয়েছিলেন স্কটিশ ক্রিকেটাররাও। কেক কেটে হারিস প্রথমেই তুলে দেন এক স্কটিশ ক্রিকেটারের মুখে। এরপর ড্রেসিংরুমে দুই দলের ক্রিকেটাররা মিশে যায় একে অপরের সঙ্গে। 

ইমাদ ওয়াসিম, সাদাব খানরা স্কটিশ ক্রিকেটারদের নিজের হাতে কেক দেন। ড্রেসিংরুমে এই দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ নিজেদের মতো করে কেক খেতে খেতে দারুণ কিছু সময় কাটান। এ সময় সাদাব খান ও স্কটিশ দুই ক্রিকেটার একসঙ্গে গল্প করতেও দেখা যায়। ভিডিওতে দেখে মনে হচ্ছিল তারা বোলিং নিয়েই কথা বলছিলেন। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট স্কটল্যান্ডসহ আইসিসিও হারিসের জন্মদিন উদযাপনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এর আগে গত ২ নভেম্বর আবুধাবিতে ম্যাচ শেষে নামিবিয়ার ড্রেসিংরুমে তাদের অভিনন্দন জানাতে ছুটে গিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

তিন হলে ভোট গণনা শেষ, কেন্দ্রের ফল ১৪ ঘণ্টা পর

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত