Ajker Patrika

ভারত-পাকিস্তান ম্যাচ দেখলেন এত দর্শক!

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮: ৩৯
ভারত-পাকিস্তান ম্যাচ দেখলেন এত দর্শক!

দুই দেশের রাজনৈতিক বৈরিতায় আইসিসি ইভেন্ট ছাড়া এখন আর ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ নেই। দ্বিপক্ষীয় সিরিজ হয় না সেটাও অনেক দিন হতে চলল। দর্শকদের তাই তাকিয়ে থাকতে হয় আইসিসি টুর্নামেন্টের দিকে। আগ্রহটাও তাই দ্বিগুণ থাকে। সেই আগ্রহেই টি-টোয়েন্টি ইতিহাসে কোনো ম্যাচ দেখার নতুন রেকর্ড গড়েছে এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই সাক্ষাৎ হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। বিশ্বকাপে দুই দলের ১৩তম লড়াইয়ে প্রথমবার ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দুই দলের এই লড়াই প্রায় ১৬ কোটি ৭০ লাখ দর্শক সরাসরি দেখেছেন বলে জানিয়েছে বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। প্রতিষ্ঠানটির দাবি, দর্শক সংখ্যায় টি-টোয়েন্টি ইতিহাসে এটিই সর্বাধিক দেখা ম্যাচ। 

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল সরাসরি দেখেছিলেন ১৩ কোটি ৬০ লাখ দর্শক। গত ২৪ অক্টোবরের ভার‍ত-পাকিস্তান ম্যাচের আগে এটাই ছিল সরাসরি দেখার রেকর্ড। স্টার স্পোর্টস বলছে, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আবারও আইসিসির কোনো আসরে দেখা হয় ভারত-পাকিস্তানের। এই ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহের কারণেই টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ১৬ কোটি ৭০ লাখ মানুষ ম্যাচটি দেখেছেন। 

বিশ্বকাপে পাকিস্তান শেষ চারে উঠলেও সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে ভারত। তাতে বিশ্বকাপ নিয়ে আগ্রহ কমেছে ভারতীয় দর্শকদেরও। আয় কমলেও ভারত-পাকিস্তান ম্যাচের লাভ দিয়ে সেই ক্ষতি পুষিয়ে ওঠার আশা স্টার স্পোর্টসের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত