ফাইনালে বরিশালের হয়ে খেলতে এসে নিশামের কাজ বলতে সাক্ষাৎকার নেওয়া
এলাম, দেখলাম আর জয় করলাম—জেমস নিশাম চাইলে একথা বলতে পারেন। তবে সেটা ব্যঙ্গাত্মক সুরে। কারণ, তাঁর দল ফরচুন বরিশাল গত রাতে মিরপুরে চ্যাম্পিয়ন হয়েছে। বরিশাল তাঁকে নিয়েছিল ফাইনাল সামনে রেখে। তবে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর।