এলাম, দেখলাম আর জয় করলাম—জেমস নিশাম চাইলে একথা বলতে পারেন। তবে সেটা ব্যঙ্গাত্মক সুরে। কারণ, তাঁর দল ফরচুন বরিশাল গত রাতে মিরপুরে চ্যাম্পিয়ন হয়েছে। বরিশাল তাঁকে নিয়েছিল ফাইনাল সামনে রেখে। তবে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর।
রুদ্ধশ্বাস জয়ের পর মাঠেই গতকাল শুরু হয়ে যায় বরিশালের শিরোপা উৎসব। মিরপুর স্টেডিয়াম হয়ে যায় লালে লাল। নিশাম একাদশে না থাকলেও তিনি তো চ্যাম্পিয়ন দলেরই অংশ। ফাইনাল শেষে নিশাম সাক্ষাৎকার নিয়েছেন ফরচুন বরিশালের আরেক বিদেশি ক্রিকেটার ডেভিড মালানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচারিত এক ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি কথা বলছি ডেভিড মালানের সঙ্গে। যার এবারের বিপিএল ভালো কেটেছে। মালান তোমার কেমন লাগছে?’ উত্তরে মালান বলেন, ‘সত্যিই অসাধারণ। শিরোপা নিয়ে যেতে পেরে আসলেই ভালো লাগছে।’ বিসিবির এই ৩৫ সেকেন্ডের ভিডিওতে অনেকে নানাভাবে রসিকতা করেছেন।
বিপিএল শিরোপা নিয়ে ছবি তুলে সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিশাম। ক্যাপশন দিয়েছেন, ‘একদিনের কাজ হিসেবে মন্দ না।’ সঙ্গে একটি শিরোপার ইমোজি জুড়ে দিয়েছেন কিউই এই তারকা ক্রিকেটার। নিশাম ছবি তুলেছেন তাঁর জাতীয় দলের সতীর্থ অ্যাডাম মিলনের সঙ্গে। মিলনের সঙ্গে বরিশাল চুক্তি করেছিল গত মাসের শেষের দিকে। নিশাম, মিলনে দুজনেরই এবারের বিপিএল কেটেছে বেঞ্চে বসে।
কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, মোহাম্মদ আলী, মালান—ফাইনালে বরিশালের একাদশে গতকাল ছিলেন এই চার বিদেশি। তাতেই নিশামের ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই এই ক্রিকেটারকে না খেলানোর ব্যাখ্যায় তামিম বলন, ‘নিশামকে আফ্রিকা থেকে উড়িয়ে এনে পারিশ্রমিক দিয়ে খেলানো যেত শুধু চোট সাপেক্ষে। আমাদের দল যেটা আছে, বিদেশি কেউ চোটে না পড়লে খেলানোর মত সুযোগ ছিল না। বিপিএলের যেকোনো দলেই সে খেলতে পারে।’
এলাম, দেখলাম আর জয় করলাম—জেমস নিশাম চাইলে একথা বলতে পারেন। তবে সেটা ব্যঙ্গাত্মক সুরে। কারণ, তাঁর দল ফরচুন বরিশাল গত রাতে মিরপুরে চ্যাম্পিয়ন হয়েছে। বরিশাল তাঁকে নিয়েছিল ফাইনাল সামনে রেখে। তবে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর।
রুদ্ধশ্বাস জয়ের পর মাঠেই গতকাল শুরু হয়ে যায় বরিশালের শিরোপা উৎসব। মিরপুর স্টেডিয়াম হয়ে যায় লালে লাল। নিশাম একাদশে না থাকলেও তিনি তো চ্যাম্পিয়ন দলেরই অংশ। ফাইনাল শেষে নিশাম সাক্ষাৎকার নিয়েছেন ফরচুন বরিশালের আরেক বিদেশি ক্রিকেটার ডেভিড মালানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচারিত এক ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি কথা বলছি ডেভিড মালানের সঙ্গে। যার এবারের বিপিএল ভালো কেটেছে। মালান তোমার কেমন লাগছে?’ উত্তরে মালান বলেন, ‘সত্যিই অসাধারণ। শিরোপা নিয়ে যেতে পেরে আসলেই ভালো লাগছে।’ বিসিবির এই ৩৫ সেকেন্ডের ভিডিওতে অনেকে নানাভাবে রসিকতা করেছেন।
বিপিএল শিরোপা নিয়ে ছবি তুলে সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিশাম। ক্যাপশন দিয়েছেন, ‘একদিনের কাজ হিসেবে মন্দ না।’ সঙ্গে একটি শিরোপার ইমোজি জুড়ে দিয়েছেন কিউই এই তারকা ক্রিকেটার। নিশাম ছবি তুলেছেন তাঁর জাতীয় দলের সতীর্থ অ্যাডাম মিলনের সঙ্গে। মিলনের সঙ্গে বরিশাল চুক্তি করেছিল গত মাসের শেষের দিকে। নিশাম, মিলনে দুজনেরই এবারের বিপিএল কেটেছে বেঞ্চে বসে।
কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, মোহাম্মদ আলী, মালান—ফাইনালে বরিশালের একাদশে গতকাল ছিলেন এই চার বিদেশি। তাতেই নিশামের ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই এই ক্রিকেটারকে না খেলানোর ব্যাখ্যায় তামিম বলন, ‘নিশামকে আফ্রিকা থেকে উড়িয়ে এনে পারিশ্রমিক দিয়ে খেলানো যেত শুধু চোট সাপেক্ষে। আমাদের দল যেটা আছে, বিদেশি কেউ চোটে না পড়লে খেলানোর মত সুযোগ ছিল না। বিপিএলের যেকোনো দলেই সে খেলতে পারে।’
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৫ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৭ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৭ ঘণ্টা আগে