অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তো বটেই। এক আইপিএল বাদ দিলে বিশ্বের বেশিরভাগ টি-টোয়েন্টি লিগে ক্রিকেটারদের লম্বা সময়ের জন্য পায় না ফ্র্যাঞ্চাইজিগুলো। বাস্তবতা মেনে নিলেও কার্টলি অ্যামব্রোসের মতে এমনটা আসলে আদর্শ পদ্ধতি হতে পারে না।
শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলে চলে গেছেন। কারণ, তাঁদের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা রয়েছে। একই ফ্র্যাঞ্চাইজির কাইল মায়ার্স দুই দফায় এবারের বিপিএল খেলছেন। এছাড়া রংপুর রাইডার্সের টিম ডেভিড, আন্দ্রে রাসেল, জেমস ভিনস—তিন বিদেশি ঢাকায় পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই মাঠে নেমে পড়েছেন। তাঁরা যেমন ব্যর্থ হয়েছেন, তেমনি এলিমিনেটরে বাজেভাবে হেরে বিদায় নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলে অনেক বিদেশি তারকাক্রিকেটার যে দু-একটা ম্যাচ খেলতে উড়ে আসেন, এই ব্যাপারে নিজের ভাবনার কথা আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন অ্যামব্রোস। ক্যারিবীয় এই কিংবদন্তি পেসার বলেন, ‘না, এটা আদর্শ নয়। কিন্তু বিশ্বে ক্রিকেট যেভাবে চলছে, এটা সেটারই অংশ। খেলোয়াড়েরা একটা ফ্র্যাঞ্চাইজি খেলেই আরেকটাতে চলে যাচ্ছে।’
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি টুর্নামেন্ট, সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট—এবারের বিপিএলের সঙ্গে সমান্তরালে চলেছে এই তিন টুর্নামেন্ট। যার মধ্যে বিগ ব্যাশ শেষ হয়েছে। টুর্নামেন্টের শেষ অংশে এসে অ্যাডাম মিলনে, জেমস নিশাম-নিউজিল্যান্ডের এই দুই ক্রিকেটারকে নিয়ে এসেছে ফরচুন বরিশাল। মিলনে কদিন আগেই খেলেছেন আইএল টি-টোয়েন্টি খেলে। আর নিশাম এসএ টোয়েন্টি খেলে ঢাকায় পা রেখেছেন। নিউজিল্যান্ডের এই দুই ক্রিকেটারের সামনে বাকি শুধু বিপিএল ফাইনাল। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে ফরচুন বরিশাল-চিটাগং কিংস ফাইনাল।
একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেভাবে হচ্ছে, তাতে খুব একটা কিছু করার থাকে না বলে জানিয়েছেন অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসার আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সম্ভবত এক-দুই ম্যাচ খেলে আরেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চলে যাচ্ছে। ব্যক্তিগতভাবে বললে, এটা আসলে আদর্শ নয়। আপনি চাইবেন আপনার সেরা খেলোয়াড়কে লম্বা সময় পেতে। যাতে আপনার দল সফল হতে পারে। এখন যেটা ক্রিকেট বিশ্বে চলছে, আমাদের এ ব্যাপারে খুব একটা কিছু করার নেই।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে কয়েক জন ক্রিকেটার ‘রোবট’ হিসেবে কাজ করছেন। দাসুন শানাকা চলতি সপ্তাহের রোববার সকালে কলম্বোয় শ্রীলঙ্কার একটি প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। একই দিন সন্ধ্যায় দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিং করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তো বটেই। এক আইপিএল বাদ দিলে বিশ্বের বেশিরভাগ টি-টোয়েন্টি লিগে ক্রিকেটারদের লম্বা সময়ের জন্য পায় না ফ্র্যাঞ্চাইজিগুলো। বাস্তবতা মেনে নিলেও কার্টলি অ্যামব্রোসের মতে এমনটা আসলে আদর্শ পদ্ধতি হতে পারে না।
শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলে চলে গেছেন। কারণ, তাঁদের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা রয়েছে। একই ফ্র্যাঞ্চাইজির কাইল মায়ার্স দুই দফায় এবারের বিপিএল খেলছেন। এছাড়া রংপুর রাইডার্সের টিম ডেভিড, আন্দ্রে রাসেল, জেমস ভিনস—তিন বিদেশি ঢাকায় পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই মাঠে নেমে পড়েছেন। তাঁরা যেমন ব্যর্থ হয়েছেন, তেমনি এলিমিনেটরে বাজেভাবে হেরে বিদায় নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলে অনেক বিদেশি তারকাক্রিকেটার যে দু-একটা ম্যাচ খেলতে উড়ে আসেন, এই ব্যাপারে নিজের ভাবনার কথা আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন অ্যামব্রোস। ক্যারিবীয় এই কিংবদন্তি পেসার বলেন, ‘না, এটা আদর্শ নয়। কিন্তু বিশ্বে ক্রিকেট যেভাবে চলছে, এটা সেটারই অংশ। খেলোয়াড়েরা একটা ফ্র্যাঞ্চাইজি খেলেই আরেকটাতে চলে যাচ্ছে।’
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি টুর্নামেন্ট, সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট—এবারের বিপিএলের সঙ্গে সমান্তরালে চলেছে এই তিন টুর্নামেন্ট। যার মধ্যে বিগ ব্যাশ শেষ হয়েছে। টুর্নামেন্টের শেষ অংশে এসে অ্যাডাম মিলনে, জেমস নিশাম-নিউজিল্যান্ডের এই দুই ক্রিকেটারকে নিয়ে এসেছে ফরচুন বরিশাল। মিলনে কদিন আগেই খেলেছেন আইএল টি-টোয়েন্টি খেলে। আর নিশাম এসএ টোয়েন্টি খেলে ঢাকায় পা রেখেছেন। নিউজিল্যান্ডের এই দুই ক্রিকেটারের সামনে বাকি শুধু বিপিএল ফাইনাল। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে ফরচুন বরিশাল-চিটাগং কিংস ফাইনাল।
একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেভাবে হচ্ছে, তাতে খুব একটা কিছু করার থাকে না বলে জানিয়েছেন অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসার আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সম্ভবত এক-দুই ম্যাচ খেলে আরেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চলে যাচ্ছে। ব্যক্তিগতভাবে বললে, এটা আসলে আদর্শ নয়। আপনি চাইবেন আপনার সেরা খেলোয়াড়কে লম্বা সময় পেতে। যাতে আপনার দল সফল হতে পারে। এখন যেটা ক্রিকেট বিশ্বে চলছে, আমাদের এ ব্যাপারে খুব একটা কিছু করার নেই।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে কয়েক জন ক্রিকেটার ‘রোবট’ হিসেবে কাজ করছেন। দাসুন শানাকা চলতি সপ্তাহের রোববার সকালে কলম্বোয় শ্রীলঙ্কার একটি প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। একই দিন সন্ধ্যায় দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিং করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
১৯ মিনিট আগেনাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনো মোকাবিলা করতে হয়নি নাহিদ রানা বোলিং। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার...
১ ঘণ্টা আগেসিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
২ ঘণ্টা আগেনাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে