ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদ হাসান তামিমের অভিষেক হয়েছে ২০২৩ সালের আগস্টে। বাংলাদেশের জার্সিতে দেড় বছরের ক্যারিয়ারে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্ট খেলেছেন। তাঁর হাতেই উঠেছে ২০২৫ বিপিএলের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
মিরপুরে গত রাতে শেষ হওয়া ১১তম বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন তানজিদ তামিম। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন। তবে তাঁর উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাওয়া নিয়েই সামাজিকমাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, তিনি বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত সদস্য। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলেও আছেন তিনি। দেড় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের এই তরুণ ব্যাটারের জন্য হতে যাচ্ছে তৃতীয় আইসিসি ইভেন্ট।
মাহিদুল ইসলাম অঙ্কন, আলিস আল ইসলামের মতো ক্রিকেটাররা পেতে পারতেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। কারণ, অঙ্কনের খুলনা টাইগার্স, আলিসের চিটাগং কিংস-দুটি দলই এবারের বিপিএলে প্লে-অফ খেলেছে। ১৩ ম্যাচে ৬.৩২ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন আলিস। কিপটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তাঁর অবদান রয়েছে। যেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁর ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস, আরও স্পষ্ট করে বললে শেষ বলে চার মেরে চিটাগংকে ফাইনালে তুলেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে আলিসের এখনো অভিষেক হয়নি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি খেলছেন লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি। অন্যদিকে অঙ্কন বাংলাদেশের জার্সিতে একমাত্র টেস্ট খেলেছেন গত বছরের অক্টোবরে। এবারের বিপিএলে শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় পাল্টে দিয়েছেন অনেকবার। গত বছরের ৩১ ডিসেম্বর চিটাগং কিংসের বিপক্ষে তাঁর ১৮ বলে ঝোড়ো ফিফটি করার কীর্তিও রয়েছে। আর তানজিদ তামিমের ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে। টুর্নামেন্টে তিনি ৩৬ ছক্কা মারলেও সতীর্থদের থেকে সেভাবে সমর্থন পাননি। ঝোড়ো শুরু করে তাঁর ইনিংস ধীরগতির হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
চিটাগং কিংসের বিপক্ষে গত রাতে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বিপিএলে। এই জয়ে তাওহিদ হৃদয়ের বিপিএল ফাইনালের ‘অভিশাপ’ কেটেছে। ২০২২, ২০২৩, ২০২৪—এই তিন বিপিএলে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেললেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। চতুর্থবারে এসে অচলায়তন ভাঙার পর হৃদয় গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘টানা ৩ বার ফাইনাল খেলেও এই সোনালী হরিণ অধরা ছিল। চতুর্থবার ধরেই ফেললাম। চ্যাম্পিয়ন দলের ভক্ত-সমর্থকদের অভিনন্দন। মনুরা কাপ কিন্তু আমাগো।’ এই ক্যাপশনের সঙ্গে বিপিএলের শিরোপা হাতে ছবি পোস্ট করেছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদ হাসান তামিমের অভিষেক হয়েছে ২০২৩ সালের আগস্টে। বাংলাদেশের জার্সিতে দেড় বছরের ক্যারিয়ারে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্ট খেলেছেন। তাঁর হাতেই উঠেছে ২০২৫ বিপিএলের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
মিরপুরে গত রাতে শেষ হওয়া ১১তম বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন তানজিদ তামিম। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন। তবে তাঁর উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাওয়া নিয়েই সামাজিকমাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, তিনি বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত সদস্য। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলেও আছেন তিনি। দেড় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের এই তরুণ ব্যাটারের জন্য হতে যাচ্ছে তৃতীয় আইসিসি ইভেন্ট।
মাহিদুল ইসলাম অঙ্কন, আলিস আল ইসলামের মতো ক্রিকেটাররা পেতে পারতেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। কারণ, অঙ্কনের খুলনা টাইগার্স, আলিসের চিটাগং কিংস-দুটি দলই এবারের বিপিএলে প্লে-অফ খেলেছে। ১৩ ম্যাচে ৬.৩২ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন আলিস। কিপটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তাঁর অবদান রয়েছে। যেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁর ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস, আরও স্পষ্ট করে বললে শেষ বলে চার মেরে চিটাগংকে ফাইনালে তুলেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে আলিসের এখনো অভিষেক হয়নি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি খেলছেন লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি। অন্যদিকে অঙ্কন বাংলাদেশের জার্সিতে একমাত্র টেস্ট খেলেছেন গত বছরের অক্টোবরে। এবারের বিপিএলে শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় পাল্টে দিয়েছেন অনেকবার। গত বছরের ৩১ ডিসেম্বর চিটাগং কিংসের বিপক্ষে তাঁর ১৮ বলে ঝোড়ো ফিফটি করার কীর্তিও রয়েছে। আর তানজিদ তামিমের ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে। টুর্নামেন্টে তিনি ৩৬ ছক্কা মারলেও সতীর্থদের থেকে সেভাবে সমর্থন পাননি। ঝোড়ো শুরু করে তাঁর ইনিংস ধীরগতির হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
চিটাগং কিংসের বিপক্ষে গত রাতে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বিপিএলে। এই জয়ে তাওহিদ হৃদয়ের বিপিএল ফাইনালের ‘অভিশাপ’ কেটেছে। ২০২২, ২০২৩, ২০২৪—এই তিন বিপিএলে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেললেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। চতুর্থবারে এসে অচলায়তন ভাঙার পর হৃদয় গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘টানা ৩ বার ফাইনাল খেলেও এই সোনালী হরিণ অধরা ছিল। চতুর্থবার ধরেই ফেললাম। চ্যাম্পিয়ন দলের ভক্ত-সমর্থকদের অভিনন্দন। মনুরা কাপ কিন্তু আমাগো।’ এই ক্যাপশনের সঙ্গে বিপিএলের শিরোপা হাতে ছবি পোস্ট করেছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
১১ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
১৪ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
১৫ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
১৫ ঘণ্টা আগে