Ajker Patrika

বিসিবির নির্বাচক পদ ছেড়ে হান্নান এখন আবাহনীর কোচ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ১৬
আবাহনীর প্রধান কোচ হয়েছেন হান্নান সরকার। ছবি: সংগৃহীত
আবাহনীর প্রধান কোচ হয়েছেন হান্নান সরকার। ছবি: সংগৃহীত

কোচিং পেশায় যুক্ত হতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের পদ থেকে কদিন আগে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। এবার তিনি আবাহনীর প্রধান কোচ হয়েছেন।

আজকের পত্রিকাকে হান্নান আজ নিশ্চিত করেছেন আবাহনীর কোচ হিসেবে নিয়োগ পাওয়ার কথা। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে শুরু হচ্ছে তাঁর এই পথচলা। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নাহিদ রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো ক্রিকেটারদের নিয়ে দল গঠনের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহের মধ্যে দল গোছানোর কাজ শেষ হবে বলে হান্নান জানিয়েছেন আজকের পত্রিকাকে।

২০১০ ও ২০১১ সালে লেভেল ওয়ান ও লেভেল টু কোর্স হান্নান করেছেন বহু আগেই। এত দিন বিসিবির বিভিন্ন পর্যায়ে নির্বাচক হিসেবে কাজ করেছেন। এবার ডিপিএল দিয়ে তাঁর কোচিং অধ্যায় শুরু হচ্ছে। এ বছরের ১ মার্চ থেকে হান্নানের পদত্যাগ কার্যকর হবে। তার মানে চ্যাম্পিয়নস ট্রফিতেও বিসিবির নির্বাচক হিসেবে থাকছেন তিনি। ২০,২৪ ও ২৭ ফেব্রুয়ারি ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

দীর্ঘদিন বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নান বিসিবির নির্বাচক প্যানেলে এসেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের দায়িত্ব শেষে গত বছরের ফেব্রুয়ারিতে। গাজী আশরাফ হোসেন লিপু তখন বিসিবির প্রধান নির্বাচক হিসেবে আসেন। লিপু থাকলেও হান্নান আর এক মাসও নেই বিসিবিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত