অনলাইন ডেস্ক
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—বিপিএলে আরও এক বার সেটা প্রমাণ করে দেখালেন তামিম ইকবাল। গতবারের মতো এবারও ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে তাঁর নেতৃত্বে। ব্যাটিংটাও করেছেন দুর্দান্ত। ছন্দে থাকা তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথাটা উঠেছে অনুমিতভাবেই।
২০২৪ বিপিএলে তামিম হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। এবার তিনি হয়েছেন ফাইনালসেরা খেলোয়াড়। মিরপুরে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় করেছেন ৫৪ রান। উদ্বোধনী জুটিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে ৪৯ বলে ৭৬ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৯৫ রানের লক্ষ্যে নামা ফরচুন বরিশাল ৩ বল হাতে রেখে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে জিতল বিপিএলের শিরোপা। যদি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতেন—ফাইনালসেরা তামিম সংবাদ সম্মেলনে গেলে এই প্রশ্ন করা হয়েছে। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার সিদ্ধান্তটা আমি বুঝেশুনেই নিয়েছি। সবকিছুর একটা সময় থাকে। ছোটবেলা থেকেই আমি যখন ক্রিকেট খেলতাম, সব সময় দোয়া করতাম যেন এমন সময় খেলাটা ছাড়তে পারি, মানুষ আমাকে এসে বলে, ‘তুমি আরও এক-দেড় বছর খেলতে পারতে।’ আলহামদুলিল্লাহ, আমি সেই সুযোগটা পেয়েছি।’
এ বছরের ১০ জানুয়ারি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। তবে বাংলাদেশের জার্সিতে তিনি সবশেষ খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নানা ঘটনাপ্রবাহে তামিমের খেলা হয়নি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। যা নিয়ে সেসময় তুলকালাম কাণ্ড হয়েছিল।
২০২৩ পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার ব্যাপারে নানা রকম কথাবার্তা শোনা গিয়েছিল। তখন কী হয়েছিল, সেটার কথা গতকাল আবারও বলেছেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের আগে আমার কিছু সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমার ছেলের জন্য। আমি আরও খেলে যাই, এটা চেয়েছিল সে। তবে যদি ২০২৩ সালের ঘটনা না ঘটত এবং বিরতি না পড়ত, আমি হয়তো আরও এক-দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। কিন্তু সেই বিরতির পর বিভিন্ন বিষয় মাথায় এসেছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি। ফিরলে কেমন করব, এটা নিয়ে ভাবিনি।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—বিপিএলে আরও এক বার সেটা প্রমাণ করে দেখালেন তামিম ইকবাল। গতবারের মতো এবারও ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে তাঁর নেতৃত্বে। ব্যাটিংটাও করেছেন দুর্দান্ত। ছন্দে থাকা তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথাটা উঠেছে অনুমিতভাবেই।
২০২৪ বিপিএলে তামিম হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। এবার তিনি হয়েছেন ফাইনালসেরা খেলোয়াড়। মিরপুরে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় করেছেন ৫৪ রান। উদ্বোধনী জুটিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে ৪৯ বলে ৭৬ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৯৫ রানের লক্ষ্যে নামা ফরচুন বরিশাল ৩ বল হাতে রেখে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে জিতল বিপিএলের শিরোপা। যদি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতেন—ফাইনালসেরা তামিম সংবাদ সম্মেলনে গেলে এই প্রশ্ন করা হয়েছে। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার সিদ্ধান্তটা আমি বুঝেশুনেই নিয়েছি। সবকিছুর একটা সময় থাকে। ছোটবেলা থেকেই আমি যখন ক্রিকেট খেলতাম, সব সময় দোয়া করতাম যেন এমন সময় খেলাটা ছাড়তে পারি, মানুষ আমাকে এসে বলে, ‘তুমি আরও এক-দেড় বছর খেলতে পারতে।’ আলহামদুলিল্লাহ, আমি সেই সুযোগটা পেয়েছি।’
এ বছরের ১০ জানুয়ারি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। তবে বাংলাদেশের জার্সিতে তিনি সবশেষ খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নানা ঘটনাপ্রবাহে তামিমের খেলা হয়নি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। যা নিয়ে সেসময় তুলকালাম কাণ্ড হয়েছিল।
২০২৩ পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার ব্যাপারে নানা রকম কথাবার্তা শোনা গিয়েছিল। তখন কী হয়েছিল, সেটার কথা গতকাল আবারও বলেছেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের আগে আমার কিছু সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমার ছেলের জন্য। আমি আরও খেলে যাই, এটা চেয়েছিল সে। তবে যদি ২০২৩ সালের ঘটনা না ঘটত এবং বিরতি না পড়ত, আমি হয়তো আরও এক-দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। কিন্তু সেই বিরতির পর বিভিন্ন বিষয় মাথায় এসেছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি। ফিরলে কেমন করব, এটা নিয়ে ভাবিনি।’
২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
১ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
৩ ঘণ্টা আগে