Ajker Patrika

তুমি আরও এক-দেড় বছর খেলতে পারতে, এমন কিছুই শুনতে চেয়েছিলেন তামিম

অনলাইন ডেস্ক
ফরচুন বরিশালের আরও এক শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি
ফরচুন বরিশালের আরও এক শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—বিপিএলে আরও এক বার সেটা প্রমাণ করে দেখালেন তামিম ইকবাল। গতবারের মতো এবারও ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে তাঁর নেতৃত্বে। ব্যাটিংটাও করেছেন দুর্দান্ত। ছন্দে থাকা তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথাটা উঠেছে অনুমিতভাবেই।

২০২৪ বিপিএলে তামিম হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। এবার তিনি হয়েছেন ফাইনালসেরা খেলোয়াড়। মিরপুরে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় করেছেন ৫৪ রান। উদ্বোধনী জুটিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে ৪৯ বলে ৭৬ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৯৫ রানের লক্ষ্যে নামা ফরচুন বরিশাল ৩ বল হাতে রেখে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে জিতল বিপিএলের শিরোপা। যদি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতেন—ফাইনালসেরা তামিম সংবাদ সম্মেলনে গেলে এই প্রশ্ন করা হয়েছে। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার সিদ্ধান্তটা আমি বুঝেশুনেই নিয়েছি। সবকিছুর একটা সময় থাকে। ছোটবেলা থেকেই আমি যখন ক্রিকেট খেলতাম, সব সময় দোয়া করতাম যেন এমন সময় খেলাটা ছাড়তে পারি, মানুষ আমাকে এসে বলে, ‘তুমি আরও এক-দেড় বছর খেলতে পারতে।’ আলহামদুলিল্লাহ, আমি সেই সুযোগটা পেয়েছি।’

এ বছরের ১০ জানুয়ারি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। তবে বাংলাদেশের জার্সিতে তিনি সবশেষ খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নানা ঘটনাপ্রবাহে তামিমের খেলা হয়নি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। যা নিয়ে সেসময় তুলকালাম কাণ্ড হয়েছিল।

২০২৩ পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার ব্যাপারে নানা রকম কথাবার্তা শোনা গিয়েছিল। তখন কী হয়েছিল, সেটার কথা গতকাল আবারও বলেছেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের আগে আমার কিছু সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমার ছেলের জন্য। আমি আরও খেলে যাই, এটা চেয়েছিল সে। তবে যদি ২০২৩ সালের ঘটনা না ঘটত এবং বিরতি না পড়ত, আমি হয়তো আরও এক-দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। কিন্তু সেই বিরতির পর বিভিন্ন বিষয় মাথায় এসেছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি। ফিরলে কেমন করব, এটা নিয়ে ভাবিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত