ক্রীড়া ডেস্ক
তাসকিন আহমেদ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করেছেন। বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তিনি রেকর্ড গড়লেও তাঁর দল দুর্বার রাজশাহী ছিটকে গেছে লিগ পর্বেই।
নি: সঙ্গ শেরপার মতো এবার তিনি রাজশাহীকে টেনেছেন। ১২ ম্যাচে ৬.৪৯ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। এবারের বিপিএলে তাসকিনের পর যৌথভাবে দুইয়ে আছেন সৈয়দ খালেদ আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ। খালেদ, ফাহিম, আকিফ নিয়েছেন ২০টি করে উইকেট। যেখানে খালেদের চিটাগং কিংস ও ফাহিমের ফরচুন বরিশাল আজ সন্ধ্যায় মিরপুরে ফাইনালে মুখোমুখি হচ্ছে। আকিফের রংপুর রাইডার্স এলিমিনেটরেই ছিটকে গেছে।
ফাহিম পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন এবং এরই মধ্যে বিপিএল ছেড়ে তিনি চলে গেছেন। পাকিস্তানি এই পেসার তাহলে বিপিএলে রেকর্ড ভাঙার হিসেব থেকে বাদ। তবে খালেদের সেই সুযোগ তো থাকছে। ১৩ ম্যাচে ৮.৫৮ ইকোনমিতে নিয়েছেন ২০ উইকেট। তুলনামূলক খরুচে হলেও চিটাগংকে প্রথম কোয়ালিফায়ারে ওঠাতে (সেরা দুই) অসাধারণ অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। মিরপুরে ৩০ জানুয়ারি লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তাসকিনের রেকর্ড ভাঙতে খালেদের ৬ উইকেট দরকার, যা একটু কঠিন। তবে অসম্ভব তো নয়। কে বলতে পারে, আজ ফাইনালেই হয়তো ক্যারিয়ারসেরা বোলিং করলেন খালেদ।
খুশদিল শাহ, আবু হায়দার রনি ১৭টি করে উইকেট নিলেও তাঁরা প্লে-অফ থেকে বিদায় নিয়েছেন। খুশদিল খেলেন রংপুর রাইডার্সের হয়ে এবং রনি খুলনা টাইগার্সের হয়ে খেলেন। ফাইনালিস্ট চিটাগংয়ের আলিস নিয়েছেন ১৫ উইকেট। এই দলের শরীফুল ইসলাম ও আরাফাত সানি নিয়েছেন ১৩ ও ১১ উইকেট।
এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির মতো সর্বোচ্চ রানসংগ্রাহক নাঈম শেখেরও খেলা হচ্ছে না ফাইনাল। নাঈমের দল খুলনা টাইগার্স পরশু মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে বিদায় নিয়েছে। ১৪ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫১১ রান করেছেন খুলনার এই বাঁহাতি ব্যাটার। গড় ও স্ট্রাইকরেট ৪২.৫৮ ও ১৪৩.৯৪।
বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার পথে তাসকিন এবার সাকিব আল হাসানের দুইটি রেকর্ড ভেঙেছেন। ২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব নিয়েছিলেন ২৩ উইকেট। যা বিপিএলে এক আসরে উইকেট নেওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। একই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২০১৭ বিপিএলে তিনি নিয়েছিলেন ২২ উইকেট।
নাম | উইকেট | ইকোনমি | দল |
---|---|---|---|
তাসকিন আহমেদ | ২৫ | ৬.৪৯ | দুর্বার রাজশাহী |
ফাহিম আশরাফ | ২০ | ৭.১২ | ফরচুন বরিশাল |
আকিফ জাভেদ | ২০ | ৬.৮৯ | রংপুর রাইডার্স |
সৈয়দ খালেদ আহমেদ | ২০ | ৮.৫৮ | চিটাগং কিংস |
খুশদিল শাহ | ১৭ | ৬.০৩ | রংপুর রাইডার্স |
আবু হায়দার রনি | ১৭ | ৯.৮১ | খুলনা টাইগার্স |
তাসকিন আহমেদ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করেছেন। বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তিনি রেকর্ড গড়লেও তাঁর দল দুর্বার রাজশাহী ছিটকে গেছে লিগ পর্বেই।
নি: সঙ্গ শেরপার মতো এবার তিনি রাজশাহীকে টেনেছেন। ১২ ম্যাচে ৬.৪৯ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। এবারের বিপিএলে তাসকিনের পর যৌথভাবে দুইয়ে আছেন সৈয়দ খালেদ আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ। খালেদ, ফাহিম, আকিফ নিয়েছেন ২০টি করে উইকেট। যেখানে খালেদের চিটাগং কিংস ও ফাহিমের ফরচুন বরিশাল আজ সন্ধ্যায় মিরপুরে ফাইনালে মুখোমুখি হচ্ছে। আকিফের রংপুর রাইডার্স এলিমিনেটরেই ছিটকে গেছে।
ফাহিম পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন এবং এরই মধ্যে বিপিএল ছেড়ে তিনি চলে গেছেন। পাকিস্তানি এই পেসার তাহলে বিপিএলে রেকর্ড ভাঙার হিসেব থেকে বাদ। তবে খালেদের সেই সুযোগ তো থাকছে। ১৩ ম্যাচে ৮.৫৮ ইকোনমিতে নিয়েছেন ২০ উইকেট। তুলনামূলক খরুচে হলেও চিটাগংকে প্রথম কোয়ালিফায়ারে ওঠাতে (সেরা দুই) অসাধারণ অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। মিরপুরে ৩০ জানুয়ারি লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তাসকিনের রেকর্ড ভাঙতে খালেদের ৬ উইকেট দরকার, যা একটু কঠিন। তবে অসম্ভব তো নয়। কে বলতে পারে, আজ ফাইনালেই হয়তো ক্যারিয়ারসেরা বোলিং করলেন খালেদ।
খুশদিল শাহ, আবু হায়দার রনি ১৭টি করে উইকেট নিলেও তাঁরা প্লে-অফ থেকে বিদায় নিয়েছেন। খুশদিল খেলেন রংপুর রাইডার্সের হয়ে এবং রনি খুলনা টাইগার্সের হয়ে খেলেন। ফাইনালিস্ট চিটাগংয়ের আলিস নিয়েছেন ১৫ উইকেট। এই দলের শরীফুল ইসলাম ও আরাফাত সানি নিয়েছেন ১৩ ও ১১ উইকেট।
এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির মতো সর্বোচ্চ রানসংগ্রাহক নাঈম শেখেরও খেলা হচ্ছে না ফাইনাল। নাঈমের দল খুলনা টাইগার্স পরশু মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে বিদায় নিয়েছে। ১৪ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫১১ রান করেছেন খুলনার এই বাঁহাতি ব্যাটার। গড় ও স্ট্রাইকরেট ৪২.৫৮ ও ১৪৩.৯৪।
বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার পথে তাসকিন এবার সাকিব আল হাসানের দুইটি রেকর্ড ভেঙেছেন। ২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব নিয়েছিলেন ২৩ উইকেট। যা বিপিএলে এক আসরে উইকেট নেওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। একই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২০১৭ বিপিএলে তিনি নিয়েছিলেন ২২ উইকেট।
নাম | উইকেট | ইকোনমি | দল |
---|---|---|---|
তাসকিন আহমেদ | ২৫ | ৬.৪৯ | দুর্বার রাজশাহী |
ফাহিম আশরাফ | ২০ | ৭.১২ | ফরচুন বরিশাল |
আকিফ জাভেদ | ২০ | ৬.৮৯ | রংপুর রাইডার্স |
সৈয়দ খালেদ আহমেদ | ২০ | ৮.৫৮ | চিটাগং কিংস |
খুশদিল শাহ | ১৭ | ৬.০৩ | রংপুর রাইডার্স |
আবু হায়দার রনি | ১৭ | ৯.৮১ | খুলনা টাইগার্স |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
১৯ মিনিট আগেনাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনো মোকাবিলা করতে হয়নি নাহিদ রানা বোলিং। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার...
১ ঘণ্টা আগেসিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
২ ঘণ্টা আগেনাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে