জামালপুরে ভুয়া পুলিশ উপপরিদর্শকসহ ৩ জন গ্রেপ্তার
জামালপুরে অভিযান চালিয়ে ভুয়া পুলিশ উপপরিদর্শকসহ তিনজনকে আটক করেছে সদর থানা–পুলিশ। গোপন সংবাদে ভিত্তিতে শহরের স্টেশন রোড থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের পোশাক, একটি পাসপোর্ট, এনআইডি কার্ডসহ চাবির রিং উদ্ধার করা হয়েছে।