কনের চেয়ে অতিথির গায়ে গয়না বেশি, তিনি কি পিএসসি কর্মকর্তার স্ত্রী
পিএসসির কর্মকর্তা দাবিতে ফেসবুকে এক ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লাল রঙের পাঞ্জাবি পরে আছেন, তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন এক নারী। ওই নারীর গলা, হাত ও কপাল ভারী স্বর্ণালংকারে আবৃত। নারীটি সম্পর্কে দাবি করা হচ্ছে, তিনি লাল রঙের পাঞ্জাবি পরিহিত কথিত পিএসসি কর্মকর্তার স্ত্রী।