ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে ছাত্রলীগের এক সাবেক নেতাকে মাদকসহ হাতেনাতে ধরে এলাকাবাসী পুলিশে দেওয়ার পরদিন থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেন।
ছাত্রলীগের সাবেক নেতার নাম মুজাহিদ (২৮)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
স্থানীয়রা জানিয়েছেন, গত শনিবার সকাল ৮টার দিকে ডাংধরা ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের খোকা মিয়ার বাড়ি থেকে বের হওয়ার পর ইয়াবা বড়িসহ মুজাহিদকে আটকে রেখে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেয় এলাকাবাসী। খোকা মিয়া মাদক মামলায় কারাগারে আছেন। দুপুর ১২টার দিকে ওই তদন্তকেন্দ্রের পুলিশ গিয়ে মুজাহিদকে আটক করে হাজতখানায় রাখেন। পরদিন রোববার ভোর ৫টার দিকে তদন্ত কেন্দ্র থেকে মুজাহিদকে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়। মাদক মামলায় আদালতে সোপর্দ না করে বেলা ৩টার দিকে মুজাহিদকে তাঁর পরিবারের লোকজনের জিম্মায় ছেড়ে দেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লােকজন অভিযোগ করেন, এক লাখ ২০ হাজার টাকার বিনিময়ে মুজাহিদকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ডাংধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আজাদ বলেন, ‘ইয়াবা ট্যাবলেটসহ মুজাহিদকে আটক করে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। পরদিন থানা থেকে মুজাহিদকে ছেড়ে দেওয়া হয়।’
ডাংধরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদল বলেন, ‘মুজাহিদ আমার ভাতিজা। সে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিল। বর্তমানে দলের কোনো কমিটিতে নেই। তাকে এলাকাবাসী সন্দেহমূলকভাবে নাকি প্রকৃত পক্ষে ইয়াবাসহ ধরে পুলিশে দিয়েছিল, সেটা জানি না।’
থানা থেকে ছাড়া পাওয়ার পর মুজাহিদ বলেন, ‘আমাকে সন্দেহমূলকভাবে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। মূলত আমার কোনো দোষ ছিল না। স্থানীয় কিছু লোকজন শত্রুতার জেরে ফাঁসানোর জন্য জোর করে ইয়াবা বড়ি আমার শার্টের পকেটে ঢুকিয়ে দেয়। মূলত আমার কাছে ইয়াবা বড়ি ছিল না।’
তবে ওই দিন কী কারণে মাদক মামলায় কারাবন্দী খোকা মিয়ার বাড়িতে যাওয়া হয়েছিল?—এমন প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, সেটা বলা যাবে না। বললে বিপদ বাড়বে।
সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. আবু রায়হান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা খোকা মিয়ার বাড়ির ভেতর থেকে ইয়াবা বড়ি কিনে বের হয়ে যাওয়ার সন্দেহে মুজাহিদকে স্থানীয়রা আটক করতে ধাওয়া দেয়। এ সময় মুজাহিদ পাশের একটি বিলের পানি মাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ভেজা অবস্থায় তাঁকে স্থানীয়রা আটক করেন। আমরা ঘটনাস্থল থেকে মুজাহিদকে পুলিশ তদন্তকেন্দ্রে আনি।’
সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের আইসি মো. আব্দুর রশিদ বলেন, মুজাহিদের কাছে থেকে ইয়াবা বড়ির গুঁড়া পাওয়া গিয়েছিল। সেগুলো জব্দ তালিকা করে মুজাহিদকে থানায় পাঠানো হয়।
আইসি মো. আব্দুর রশিদ আরও বলেন, ‘এ বিষয়ে ওসি স্যারের সঙ্গে কথা বলেছি। ওসি স্যার বলেছেন, ‘‘আটক ব্যক্তিকে তো জামালপুর আদালতে পাঠাতে পারব না। ছাত্র আন্দোলন চলছে। দেশের অবস্থা খারাপ। পুলিশকে আন্দোলনকারীরা আক্রমণ করে। নিরাপত্তার ব্যাপার-স্যাপার আছে। তাছাড়া আটক ব্যক্তির কাছে যা পাওয়া গেছে, তা তো গুঁড়া। কাজেই ভবিষ্যতের জন্য সাবধান করে পরিবারের লোকজনের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়াই ভালো।”’
ওসি বিপ্লব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়নি। মুজাহিদের কাছে ইয়াবাসদৃশ গুঁড়া পাওয়া গিয়েছিল। সেটা আবার পানিতে ভিজে গিয়েছিল। গুঁড়াগুলো প্রকৃত ইয়াবার কি না, সেটাও বোঝা যাচ্ছিল না। মাদক মামলা দেওয়ার মতো আলামত না থাকায় তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এতে দোষের কিছু আছে বলে মনে হয় না। যেটা ভালো, সেটাই তো আমাদের করতে হয়।’
জামালপুরের দেওয়ানগঞ্জে ছাত্রলীগের এক সাবেক নেতাকে মাদকসহ হাতেনাতে ধরে এলাকাবাসী পুলিশে দেওয়ার পরদিন থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেন।
ছাত্রলীগের সাবেক নেতার নাম মুজাহিদ (২৮)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
স্থানীয়রা জানিয়েছেন, গত শনিবার সকাল ৮টার দিকে ডাংধরা ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের খোকা মিয়ার বাড়ি থেকে বের হওয়ার পর ইয়াবা বড়িসহ মুজাহিদকে আটকে রেখে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেয় এলাকাবাসী। খোকা মিয়া মাদক মামলায় কারাগারে আছেন। দুপুর ১২টার দিকে ওই তদন্তকেন্দ্রের পুলিশ গিয়ে মুজাহিদকে আটক করে হাজতখানায় রাখেন। পরদিন রোববার ভোর ৫টার দিকে তদন্ত কেন্দ্র থেকে মুজাহিদকে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়। মাদক মামলায় আদালতে সোপর্দ না করে বেলা ৩টার দিকে মুজাহিদকে তাঁর পরিবারের লোকজনের জিম্মায় ছেড়ে দেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লােকজন অভিযোগ করেন, এক লাখ ২০ হাজার টাকার বিনিময়ে মুজাহিদকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ডাংধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আজাদ বলেন, ‘ইয়াবা ট্যাবলেটসহ মুজাহিদকে আটক করে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। পরদিন থানা থেকে মুজাহিদকে ছেড়ে দেওয়া হয়।’
ডাংধরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদল বলেন, ‘মুজাহিদ আমার ভাতিজা। সে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিল। বর্তমানে দলের কোনো কমিটিতে নেই। তাকে এলাকাবাসী সন্দেহমূলকভাবে নাকি প্রকৃত পক্ষে ইয়াবাসহ ধরে পুলিশে দিয়েছিল, সেটা জানি না।’
থানা থেকে ছাড়া পাওয়ার পর মুজাহিদ বলেন, ‘আমাকে সন্দেহমূলকভাবে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। মূলত আমার কোনো দোষ ছিল না। স্থানীয় কিছু লোকজন শত্রুতার জেরে ফাঁসানোর জন্য জোর করে ইয়াবা বড়ি আমার শার্টের পকেটে ঢুকিয়ে দেয়। মূলত আমার কাছে ইয়াবা বড়ি ছিল না।’
তবে ওই দিন কী কারণে মাদক মামলায় কারাবন্দী খোকা মিয়ার বাড়িতে যাওয়া হয়েছিল?—এমন প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, সেটা বলা যাবে না। বললে বিপদ বাড়বে।
সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. আবু রায়হান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা খোকা মিয়ার বাড়ির ভেতর থেকে ইয়াবা বড়ি কিনে বের হয়ে যাওয়ার সন্দেহে মুজাহিদকে স্থানীয়রা আটক করতে ধাওয়া দেয়। এ সময় মুজাহিদ পাশের একটি বিলের পানি মাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ভেজা অবস্থায় তাঁকে স্থানীয়রা আটক করেন। আমরা ঘটনাস্থল থেকে মুজাহিদকে পুলিশ তদন্তকেন্দ্রে আনি।’
সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের আইসি মো. আব্দুর রশিদ বলেন, মুজাহিদের কাছে থেকে ইয়াবা বড়ির গুঁড়া পাওয়া গিয়েছিল। সেগুলো জব্দ তালিকা করে মুজাহিদকে থানায় পাঠানো হয়।
আইসি মো. আব্দুর রশিদ আরও বলেন, ‘এ বিষয়ে ওসি স্যারের সঙ্গে কথা বলেছি। ওসি স্যার বলেছেন, ‘‘আটক ব্যক্তিকে তো জামালপুর আদালতে পাঠাতে পারব না। ছাত্র আন্দোলন চলছে। দেশের অবস্থা খারাপ। পুলিশকে আন্দোলনকারীরা আক্রমণ করে। নিরাপত্তার ব্যাপার-স্যাপার আছে। তাছাড়া আটক ব্যক্তির কাছে যা পাওয়া গেছে, তা তো গুঁড়া। কাজেই ভবিষ্যতের জন্য সাবধান করে পরিবারের লোকজনের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়াই ভালো।”’
ওসি বিপ্লব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়নি। মুজাহিদের কাছে ইয়াবাসদৃশ গুঁড়া পাওয়া গিয়েছিল। সেটা আবার পানিতে ভিজে গিয়েছিল। গুঁড়াগুলো প্রকৃত ইয়াবার কি না, সেটাও বোঝা যাচ্ছিল না। মাদক মামলা দেওয়ার মতো আলামত না থাকায় তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এতে দোষের কিছু আছে বলে মনে হয় না। যেটা ভালো, সেটাই তো আমাদের করতে হয়।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে