জামালপুর জেলার ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন ট্রেনের ৪৫টি আসনের টিকিটসহ কালোবাজারি সহোদর দুই ভাইকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা-পুলিশ। আটককৃতরা এসব গচ্ছিত টিকিট স্টেশনে অবস্থানরত যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করছিলেন।
আজ বুধবার বিকেল ৩টার দিকে স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে জেলার মিডিয়া সেলের সদস্য ও কমলাপুর রেলওয়ে থানার পুলিশ উপপরিদর্শক (এস আই) জয়নব আক্তার।
আটককৃতরা হলেন-মো. মুসলেম (৩৮) ও তাঁর ছোট ভাই মো. হাসেম আলী বাবু (৩০)। তাঁরা ইসলামপুর উপজেলার দক্ষিণ কিন জাল্লা এলাকার আব্দুল শেখের ছেলে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর স্টেশনে অভিযান চালায় জামালপুর রেলওয়ে থানা-পুলিশ। সেখানে যাত্রীদের কাছে বেশি দামে টিকিট বিক্রির সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ইসলামপুর থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের ৪৫টি আসনের ১৫টি, টিকিট বিক্রির নগদ ৯ হাজার ১৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তাঁরা বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে অনলাইনে এসব টিকিট সংগ্রহ করেন। পরে তারা সেগুলো বেশি দামে প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিডিয়া সেলের সদস্য এস আই জয়নব আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, রেলওয়ে স্টেশনগুলোতে টিকিট কালোবাজারি রোধ ও অপরাধ দমনে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এস পি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা জেলার যে কোনো স্টেশনে অপরাধ দমনে সব সময়ই নজরদারি করা হয়। এরই অংশ হিসেবে দুজন টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সম্প্রতি জনস্বার্থে ঢাকা রেলওয়ে জেলার একটি মিডিয়া সেল গঠন করা হয়েছে। এতে করে জনকল্যাণমূলক বিভিন্ন তথ্য গণমাধ্যমের দ্বারা জনগণের কাছে পৌঁছানো যাবে।
জামালপুর জেলার ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন ট্রেনের ৪৫টি আসনের টিকিটসহ কালোবাজারি সহোদর দুই ভাইকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা-পুলিশ। আটককৃতরা এসব গচ্ছিত টিকিট স্টেশনে অবস্থানরত যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করছিলেন।
আজ বুধবার বিকেল ৩টার দিকে স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে জেলার মিডিয়া সেলের সদস্য ও কমলাপুর রেলওয়ে থানার পুলিশ উপপরিদর্শক (এস আই) জয়নব আক্তার।
আটককৃতরা হলেন-মো. মুসলেম (৩৮) ও তাঁর ছোট ভাই মো. হাসেম আলী বাবু (৩০)। তাঁরা ইসলামপুর উপজেলার দক্ষিণ কিন জাল্লা এলাকার আব্দুল শেখের ছেলে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর স্টেশনে অভিযান চালায় জামালপুর রেলওয়ে থানা-পুলিশ। সেখানে যাত্রীদের কাছে বেশি দামে টিকিট বিক্রির সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ইসলামপুর থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের ৪৫টি আসনের ১৫টি, টিকিট বিক্রির নগদ ৯ হাজার ১৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তাঁরা বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে অনলাইনে এসব টিকিট সংগ্রহ করেন। পরে তারা সেগুলো বেশি দামে প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিডিয়া সেলের সদস্য এস আই জয়নব আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, রেলওয়ে স্টেশনগুলোতে টিকিট কালোবাজারি রোধ ও অপরাধ দমনে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এস পি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা জেলার যে কোনো স্টেশনে অপরাধ দমনে সব সময়ই নজরদারি করা হয়। এরই অংশ হিসেবে দুজন টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সম্প্রতি জনস্বার্থে ঢাকা রেলওয়ে জেলার একটি মিডিয়া সেল গঠন করা হয়েছে। এতে করে জনকল্যাণমূলক বিভিন্ন তথ্য গণমাধ্যমের দ্বারা জনগণের কাছে পৌঁছানো যাবে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৯ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে