Ajker Patrika

ট্রাক নিয়ে গরু চুরি, ধাওয়া খেয়ে সব রেখে পালাল চোরের দল

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
ট্রাক নিয়ে গরু চুরি, ধাওয়া খেয়ে সব রেখে পালাল চোরের দল

জামালপুরের মেলান্দহে পিকআপ ভ্যানে পা বাঁধা অবস্থায় সাতটি গরু রেখে পালিয়ে গেছে চোরের দল। আজ বুধবার সকালে উপজেলার জামালপুর–দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকার তিনটি বাড়ি থেকে সাতটি গরু চুরি যায়। চোরেরা পিকআপ ভ্যান নিয়ে চুরি করতে এসেছিল। মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ–জামালপুর মহাসড়ক দিয়ে জামালপুর শহরের দিকে ট্রাকটি যাচ্ছিল। চুরি যাওয়া একটি গরুর মালিক টের পেয়ে মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। মোটরসাইকেলটি নিচে পড়ে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে চোরের দল সব রেখে পালিয়ে যায়। 

গরুর মালিক শাহজালাল বলেন, ‘রাত ২টার পরে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায় তারা। আমি ভোরে বুঝতে পেরেছি যে আমার গরু চুরি গেছে। এর মধ্যে আমার একটা গরু মারা গেছে।’ 

গরুর মালিক সাইফুল ইসলাম বলেন, ‘আমার দুটি গরু, আমি সকালে বুঝেছি গরু চুরি গিয়েছে। সকালে ফেসবুকে দেখতে পাই ট্রাকে গরুর রেখে চোর পালিয়ে গেছে। পরে এসে দেখি এখানে আমার দুই গরু।’ 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘ট্রাকে গরু রেখে পালিয়ে গেছে চোরেরা। এই ঘটনায় মামলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক ছাত্রলীগ নেতা চবির হল শাখা শিবিরের সভাপতি

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

বান্দরবানে এনসিপি নেতা সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রথম উপকারভোগী হলেন সেই ফাইয়াজ

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত