Ajker Patrika

সরিষাবাড়িতে খড় শুকানোর সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩ 

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়িতে খড় শুকানোর সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩ 

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম ফরিদ মিয়া (৩২)। তিনি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্বপাড়া এলাকার পানা মিয়ার ছেলে। আহতরা হলেন–এরশাদ মিয়া, শাহজালাল ও সবুজ মিয়া। 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ মিয়া আজ মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে বাড়ির পাশে মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ফরিদ মিয়াসহ অপর তিন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। 

এ বিষয়ে সাতপোয়া ইউপি চেয়ারম্যানের আবু তাহের জানান, ফরিদ মিয়া ও অন্য শ্রমিকেরা জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁরা গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে ফরিদ মিয়ার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম বলেন, ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অপর তিনজনের মধ্যে দুজনকে জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত