Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিয়ে ঢাকায় ৬ ছাত্রলীগ নেতা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
Thumbnail image

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাইক্রোবাস নিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে গেলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় নেতা। সাক্ষাৎ শেষে তাঁরা সেই মাইক্রোবাস নিয়ে চলে যান মাওয়া। সেখানে গিয়ে ইলিশ ভাজা দিয়ে চলে তাঁদের রসনাবিলাস।

মাইক্রোবাসটি কর্মচারীদের জন্য ব্যবহৃত হয়। গত বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সেটি নিয়ে শাখা ছাত্রলীগের আহ্বায়কসহ ছয় নেতা ঢাকার উদ্দেশে রওনা দেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা ফেরেননি।

এদিকে ছাত্রলীগ নেতারা মাইক্রোবাস নিয়ে যাওয়ায় বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মচারীদের যাতায়াতের জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসে ঢাকায় যাওয়া ছাত্রলীগ নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাউসার আহাম্মেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ, মোকাররম হোসাইন, নাজমুল ইসলাম, এন সাকলাইন ও সদস্য ইখতিয়ার উদ্দিন ইমন।

ছাত্রলীগ নেতারা নিজেদের ফেসবুক আইডিতে কিছু ছবি ও রিল ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, মাইক্রোবাসটিতে তাঁরা সবাই বসে আছেন। এ ছাড়া মাওয়া ঘাটে ইলিশ ভাজা খেতে গেছেন, এমন ছবিও দেখা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, ‘তাঁরা মূলত ঢাকায় নেতাদের সঙ্গে দেখা করতে গেছেন। ক্যাম্পাস থেকে বুধবার সকালে মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। এখনো (বৃহস্পতিবার রাত ৮টা) তাঁরা ফেরেননি।’

এ বিষয়ে জানতে আহ্বায়ক কাউসার আহাম্মেদ স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসাইনের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।

পরিবহন পুলের আহ্বায়ক সহকারী অধ্যাপক পার্থ সারথি দাস বলেন, ‘গাড়িটি আমাকে না জানিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়টি আমি আজ (বৃহস্পতিবার) জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বলেন, ‘গাড়ি নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত