Ajker Patrika

ইসলামপুরে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ সেই কিশোরের লাশ ভেসে উঠল নদে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৪, ১৭: ৫৪
ইসলামপুরে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ সেই কিশোরের লাশ ভেসে উঠল নদে

জামালপুরের ইসলামপুরে চার বন্ধু একসঙ্গে রেল সেতুতে টিকটিক করতে গিয়ে ট্রেনের ধাক্কা খেয়ে বন্যার পানিতে পড়ে নিখোঁজ কিশোর মৃদুল মিয়ার (১১) লাশ ব্রহ্মপুত্র নদে ভেসে উঠেছে।

আজ সোমবার দুপুরে নিখোঁজের দুদিন পর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে মৃদুল মিয়ার লাশ ভেসে ওঠে। মৃদুল মিয়া ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, আজ দুপুরে ব্রহ্মপুত্র নদের পানিতে মৃদুল মিয়ার লাশ ভেসে উঠেছে।

গত শনিবার দুপুরে একই এলাকার বন্ধু সুজন, ওয়ারেছ এবং ইমন মিয়ার সঙ্গে মৃদুল মিয়া বাড়ির অদূরে পাটনীপাড়া রেলসেতুতে টিকটিক করতে যায় মৃদুল মিয়া। একপর্যায়ে লোহার নির্মিত রেলসেতুর দাঁড়িয়ে থাকাকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা ট্রেন সেতুতে পৌঁছায়। এ সময় অন্য বন্ধুরা ঝাঁপিয়ে পানিতে পড়ে সাঁতরে উঠলেও সময় মতো ঝাঁপি না দিতে পারায় ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয় মৃদুল মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত