আমরা সরকার করব, ওরা বাদ: মান্না
জনগণকে রক্ষা করতে বর্তমান সরকার ব্যর্থ মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘জনগণকে রক্ষা করতে পারবেন না, নিজেদের লোকদেরও বাঁচাতে পারবেন না, অতএব চলে যান। এই সরকার চলে গেলে আরেকটা ডাকাত আসবে কেন? আমরা সরকার করব, ওরা বাদ।’