Ajker Patrika

তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬: ০৪
তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে

আজকের তরুণেরা মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সমাজ সম্পর্কে অনেক কম জানে, যেটা শঙ্কার কারণ। তরুণদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে। তাহলে অন্তত এই প্রজন্ম জঙ্গিবাদে জড়াবে না।

গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের অভ্যুদয়: বুদ্ধিজীবীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তরুণ প্রজন্মকে এসব নিয়ে জানাতে হবে। এই দায়িত্ব আমাদেরই। নতুন প্রজন্মকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ’৭৫-পরবর্তী সময়ে আমাদের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক বিকৃতি করে পড়ানো হতো। এখন সময় এসেছে সঠিক ইতিহাস জানানোর।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে আছি। তাঁর সঙ্গে শিল্প, সাহিত্য ও মুক্তিযুদ্ধকেও গুরুত্ব দিতে হবে। আমাদের তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানে, তাহলে তারা কখনোই জঙ্গিবাদে জড়াবে না।

শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, ‘বাবার গল্পগুলো শুনেছি, চোখে তো দেখিনি। সে সব দিনের কথা ভাবলে এখনো আঁতকে উঠি। বুদ্ধিজীবীদের তালিকা হওয়া দরকার।’

অনুষ্ঠানে মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত