সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি রাজধনীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।