Ajker Patrika

নরসিংদীতে রিয়াজ উদ্দিনের দ্বিতীয় জানাজা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪: ২০
নরসিংদীতে রিয়াজ উদ্দিনের দ্বিতীয় জানাজা

নরসিংদীর মনোহরদীর গ্রামের বাড়িতে একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটায় উপজেলার নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পরে তৃতীয় জানাজার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে আবারও ঢাকায় নেওয়া হয় এই বর্ষীয়ান সাংবাদিকের মরদেহ।

সর্বস্তরের সাধারণ মানুষ তার জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মরহুমের ভাই জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ জেলা বিএনপির নেতারা ও সর্বস্তরের সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা জানাজায় অংশ নেন।

গত শনিবার দুপুর দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ মারা যান।

সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সাংবাদিকতা জীবনে রিয়াজ উদ্দিন আহমেদ ডেইলি স্টারের উপ-সম্পাদক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সম্পাদক, ডেইলি টেলিগ্রাফের সম্পাদক ও নিউজ টুডের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি ফিন্যান্সিয়াল হেরাল্ড পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত