‘অধিকারের জন্য লড়তে পারি, লড়ে জিততেও পারি’
‘একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে যদি আমি অধিকারের জন্য লড়তে পারি, লড়ে জিততেও পারি, তাহলে একজন নারী কেন পারবে না? তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জিততেই হবে। আমি অশিক্ষিত, কিন্তু আমার অধিকার সম্পর্কে জানি। তাই আমি লড়ে যেতে পেরেছি এবং জিতেছি।’