Ajker Patrika

ইউক্রেনের শরণার্থী শিশুদের দেখতে হাসপাতালে পোপ

আপডেট : ২০ মার্চ ২০২২, ১১: ২৭
ইউক্রেনের শরণার্থী শিশুদের দেখতে হাসপাতালে পোপ

ইউক্রেন থেকে আসা শরণার্থী শিশুদের দেখতে রোমের একটি শিশু হাসপাতালে গেছেন পোপ ফ্রান্সিস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল শনিবার রোমের বাম্বিনো গেসু পেডিয়াট্রিক হাসপাতাল পরিদর্শনে যান পোপ ফ্রান্সিস। সেখানে ইউক্রেন থেকে আসা অন্তত ৫০ জন শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই শিশুরা ইউক্রেন থেকে রোমে এসেছে। এদের মধ্যে ১৯ জন বিভিন্ন রোগে ভুগছে। কারও স্নায়বিক দুর্বলতা, কারও ক্যানসার, কারও শরীরে বিস্ফোরণের গুরুতর ক্ষত রয়েছে। আহত এই শিশুদের চিকিৎসা করা হচ্ছে বলে জানিয়েছে ভ্যাটিকান। 

পোপ ফ্রান্সিস বলেছেন, ‘আসুন, এই যুদ্ধাহত শিশুদের জন্য আমরা প্রার্থনা করি।’ 

গত মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর দেশটিতে প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হচ্ছে। এ পর্যন্ত ইউক্রেন থেকে প্রায় ১৪ লাখ শিশু শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে পালিয়ে গেছে। 

এর আগে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে প্রথম দুই সপ্তাহে অন্তত ৩৭ ইউক্রেনীয় শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত