Ajker Patrika

‘অধিকারের জন্য লড়তে পারি, লড়ে জিততেও পারি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘অধিকারের জন্য লড়তে পারি, লড়ে জিততেও পারি’

‘একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে যদি আমি অধিকারের জন্য লড়তে পারি, লড়ে জিততেও পারি, তাহলে একজন নারী কেন পারবে না? তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জিততেই হবে। আমি অশিক্ষিত, কিন্তু আমার অধিকার সম্পর্কে জানি। তাই আমি লড়ে যেতে পেরেছি এবং জিতেছি।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় আজ সোমবার এসব কথা বলেন ইউনিয়ন পরিষদে নির্বাচিত বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ৪০টি সংগঠনের নেতা ও এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ২০২১ সালের একটি জরিপ অনুযায়ী প্রায় ১ হাজার ২শ মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর ২৫২ জনকে হত্যা ও ১৫৮ জন আত্মহত্যা করেছে। সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা পরিসংখ্যান (ইউনএফপি) জনসংখ্যার তাত্ত্বিক প্রস্তাবনা গবেষণা অনুযায়ী, ২০৩১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ১৯ কোটি। ২০৪০ সালে সেটি হবে ২০ কোটি। যেখানে নারীর সংখ্যা হবে ১০ কোটি। নারীরা প্রতিটি সেক্টরেই কাজ করছেন। কিন্তু এরপরও কোথাও এর সংখ্যা ৭ শতাংশের বেশি নয়। এখনো নারীরা তাঁদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তাদের মানসিক স্বাস্থ্যকে এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।

মানবাধিকার ও উন্নয়নকর্মী সিপা ফাহিজা বলেন, যত দিন কন্যাশিশুরা পিছিয়ে থাকবে, তত দিন ওই পরিবারের বাবা, ভাই, স্বামী সামনে এগিয়ে যেতে পারবে না। কারণ পিছিয়ে পড়া নারী তাদের পেছনের দিকে টেনে ধরবে। নারী ও কন্যা শিশুরা যত বেশি সমৃদ্ধ হবে, টেকসই উন্নয়ন তত তাড়াতাড়ি সম্ভব হবে। সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নারীর উন্নয়ন, কন্যাশিশুদের অধিকার আদায় ও বাল্যবিবাহ রোধ করা সম্ভব।

 (গ্রেড-১) এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে. এম. তরিকুল ইসলাম বলেন, ‘দেশের ২০ কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষকে বাদ রেখে তো উন্নয়ন সম্ভব নয়। জেন্ডার সমতা না আনলে এটা সম্ভব নয়। নারীর কাজের স্বীকৃতি ও মূল্যায়ন করতে হবে। পুরুষকে এটা উপলব্ধি করতে হবে যে, সকল নারীকে তাদের সঠিক মর্যাদা দেওয়া উচিত।’ এ সময় তিনি নারী ও কন্যা শিশুদের অধিকার আদায়ে সরকারের পাশাপাশি সকল সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু আমাদের নারী ও কন্যাশিশুরা তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, যাতায়াত সকল ক্ষেত্রে এখনো পিছিয়ে। পথের কাঁটা সরিয়ে দিয়ে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সাহায্য করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে সঠিক পথে এগিয়ে গেলে নারী কিংবা একজন কন্যাসন্তানকে বাধা দিতে পারবে না।’

এখনো আসল মুক্তি অর্জন হয়নি উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘সবখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের সব লিঙ্গের মানুষদের নারীর প্রতি বঞ্চনা, অনিয়ম, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

অনুষ্ঠানে ঝিনাইদহের কালীগঞ্জের ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু ও দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার নীলিমা জাহানকে তাঁদের কৃতিত্বের জন্য সম্মাননা দিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। এ ছাড়া প্রতিবছরের মতো এবারও নারীদের সংগ্রামের গল্প সংকলিত বই ‘নারীর কথা’র মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ২৯ জন নারীর জীবনের সংগ্রামের গল্প রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত