Ajker Patrika

বরিশাল নগর: জলে যাচ্ছে পানি পরিশোধন যন্ত্র

  • দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে ৯ বছর আগে
  • প্রায় ৫০ কোটি টাকায় করা প্ল্যান্ট দিয়ে পরিশোধন হয়নি পানি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৯: ২৬
সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ছবি: সংগৃহীত
সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ছবি: সংগৃহীত

বরিশাল নগরের প্রায় সাড়ে ৪ লাখ মানুষের পানির চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছিল দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট; যাতে ব্যয় হয়েছিল ৫০ কোটি টাকা। তবে ৯ বছর আগে স্থাপন করা প্ল্যান্ট দুটি থেকে এখনো পানি সরবরাহ শুরু হয়নি। প্ল্যান্টগুলোর অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এদিকে পানির স্তর নেমে যাওয়ায় সংকটে পড়েছে নগরবাসী।

জানা গেছে, ২০১৬ সালে নগরের রুপাতলী ও বেলতলায় দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হয়। স্থানীয়দের তথ্যমতে, রুপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দীর্ঘ সময় চালু না করায় এর অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। এই প্ল্যান্ট চালু করতে হলে পুনরায় সবকিছু নতুন করে স্থাপন করতে হবে। একই অবস্থা বেলতলা প্ল্যান্টের। সেটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার পথে।

নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের বাসিন্দা মাসুদ আহমেদ বলেন, তাঁর এলাকায় পানি নেই। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকায় গভীর নলকূপ থেকেও পানি পেতে কষ্ট হয়। সিটি করপোরেশনও পানি সরবরাহ করতে পারছে না। অথচ মাসে মাসে পানির বিল দিচ্ছে।

নগরের মুন্সী গ্যারেজ, গোরস্তান রোড, কাজীপাড়া, পশ্চিম কাউনিয়া, ফকিরবাড়ি রোড, নবগ্রাম রোড, অক্সফোর্ড মিশন রোডে খোঁজ নিয়ে জানা গেছে, পানির স্তর নেমে গেছে। সিটি করপোরেশনও পানি সরবরাহ করতে পারছে না; যে কারণে ওই সব এলাকার বাসিন্দারা পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছে।

বিসিসির পানি শাখার তথ্যমতে, প্রায় সাড়ে ৪ লাখ নগরবাসীর জন্য ৫ লাখ গ্যালন বিশুদ্ধ পানির প্রয়োজন। বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র তিন লাখ গ্যালন। এ অবস্থায় নগরবাসীর পানির চাহিদা মেটাতে কীর্তনখোলা নদীর তীরে বেলতলায় ২০১২ সালে প্রায় ২০ কোটি টাকা এবং রুপাতলীতে ২০১৩ সালে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়। ২০১৬ সালের জুন মাসে ওই দুটি প্রকল্পের কাজ শেষ হয়। প্ল্যান্ট দুটির মাধ্যমে নগরের বিশুদ্ধ পানির সংকট দূর হওয়ার কথা। কিন্তু অপরিকল্পিতভাবে নির্মাণ করায় ৯ বছরেও উৎপাদনে যেতে পারেনি প্ল্যান্ট দুটি।

এদিকে বরিশাল নগরে অকেজো দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দ্রুত চালু করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত রোববার নগরীতে নিরাপদ পানির নিশ্চয়তা চেয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার বক্তারা এ দাবি তোলেন। এ সময় নগরের দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দ্রুত চালুর পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়।

এ ব্যাপারে কথা বলতে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়। তবে তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত