Ajker Patrika

ইউক্রেনে প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হচ্ছে: জাতিসংঘ 

ইউক্রেনে প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হচ্ছে: জাতিসংঘ 

ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর দেশটিতে প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এমনটি জানানো হয়। 

জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর ইউক্রেন থেকে প্রায় ১৪ লাখ শিশু পালিয়েছে। এর মানে দাঁড়ায় প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হচ্ছে। 

 এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের পক্ষ থেকে আজ মঙ্গলবার বলা হয়, প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে। যাদের মধ্যে অর্ধেকই শিশু। 

জাতিসংঘ শিশু তহবিলের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনে গত ২০ দিনে গড়ে প্রতিদিন ৭০ হাজারের বেশি শিশু শরণার্থী হয়েছে। এর মানে হলো প্রতি মিনিটে ৫৫ জন। সুতরাং প্রতি সেকেন্ডে প্রায় একটি শিশু শরণার্থী হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন গতি এবং সংখ্যা আর দেখা যায়নি। 

সতর্ক করে এল্ডার বলেন, শরণার্থী হওয়া ইউক্রেনীয় শিশুরা পারিবারিক বিচ্ছেদ, সহিংসতা, যৌন নিপীড়ন এবং পাচারের ঝুঁকিতে রয়েছে ৷ তাদের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শিশু সুরক্ষা সেবার খুব প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত