Ajker Patrika

তালেবানের সঙ্গে জাতিসংঘের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পাস 

তালেবানের সঙ্গে জাতিসংঘের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পাস 

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের সঙ্গে জাতিসংঘের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। যদিও তালেবান এখনো তেমনভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পক্ষে ভোট দেয় ১৪ দেশ। তবে এতে ভোট দেয়নি রাশিয়া। 
 
জাতিসংঘ এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যেখানে তালেবান শব্দটি ব্যবহার করা হয়নি। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানের নতুন সরকারকে এক বছরের জন্য জাতিসংঘের রাজনৈতিক মিশনে অন্তর্ভুক্ত করা হলো। এই পদক্ষেপটি দেশটি শান্তির জন্য গুরুত্বপূর্ণ। 

জাতিসংঘের প্রস্তাবে মানবিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের বিভিন্ন ধরনের সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। 

নরওয়ের জাতিসংঘের রাষ্ট্রদূত মোনা জুল এএফপিকে বলেন, আফগানিস্তানে জাতিসংঘের মিশন জন্য এই নতুন অনুমোদনটি শুধুমাত্র তাৎক্ষণিক মানবিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় নয়, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার আমাদের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতেও গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত